০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি দুইজন ডেঙ্গুরোগী

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে দুইজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ছয়জন। তাদের মধ্যে রাজধানীতে তিন ও অন্যান্য বিভাগে দুইজন রোগী ভর্তি। চলতি মাসে ১১ দিনে আটজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৫৪ জন।

তাদের মধ্যে জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন ও ১১ মার্চ পর্যন্ত আটজন ভর্তি হয়েছেন। এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪৮জন। ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। এ সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।

ট্যাগ :

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি দুইজন ডেঙ্গুরোগী

প্রকাশিত : ১২:০০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে দুইজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ছয়জন। তাদের মধ্যে রাজধানীতে তিন ও অন্যান্য বিভাগে দুইজন রোগী ভর্তি। চলতি মাসে ১১ দিনে আটজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৫৪ জন।

তাদের মধ্যে জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন ও ১১ মার্চ পর্যন্ত আটজন ভর্তি হয়েছেন। এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪৮জন। ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। এ সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।