০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

রোববার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে আগামী ৮ এপ্রিল রোববার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। আসন্ন সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র সচিব শহিদুল হকের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে।

হাইকমিশন সূত্রে জানা গেছে, আগামী ৯ এপ্রিল সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে তিনি বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে দিনব্যাপী একটি সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেবেন। ঐদিন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় একটি যৌথ সংবাদ সম্মেলনেও বক্তব্য দেবেন।

এর আগে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে উভয় দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। এরপর তিনি দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বিজয় কেশব গোখালের সফরে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া মধ্য এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও আলোচনায় আসবে বলে একটি সূত্র জানিয়েছে। ভারতের উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ ইস্যু, নিরাপত্তায় অংশীদারিত্ব এবং লাইন অব ক্রেডিট নিয়ে নতুন পররাষ্ট্র সচিব বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা করবেন।

গত জানুয়ারির শেষ দিকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা বিজয় কেশব গোখালের এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

রোববার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

প্রকাশিত : ০৯:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে আগামী ৮ এপ্রিল রোববার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। আসন্ন সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র সচিব শহিদুল হকের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে।

হাইকমিশন সূত্রে জানা গেছে, আগামী ৯ এপ্রিল সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে তিনি বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে দিনব্যাপী একটি সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেবেন। ঐদিন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় একটি যৌথ সংবাদ সম্মেলনেও বক্তব্য দেবেন।

এর আগে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে উভয় দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। এরপর তিনি দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বিজয় কেশব গোখালের সফরে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া মধ্য এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও আলোচনায় আসবে বলে একটি সূত্র জানিয়েছে। ভারতের উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ ইস্যু, নিরাপত্তায় অংশীদারিত্ব এবং লাইন অব ক্রেডিট নিয়ে নতুন পররাষ্ট্র সচিব বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা করবেন।

গত জানুয়ারির শেষ দিকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা বিজয় কেশব গোখালের এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।