নাটোরের বাগাতিপাড়া থেকে অস্ত্র-গুলিসহ হত্যা মামলার আসামি মো. আব্দুল করিমকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযান চালিয়ে তাকে উপজেলার জামনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আব্দুল করিম জেলার সিংড়া উপজেলার নাসিয়ারকান্দি গ্রামের মৃত পরেশ উলাহর ছেলে।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন সরকার জানান, আব্দুল করিম সিংড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সিংড়াসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। ‘তিনি দীর্ঘদিন ধরে পলাতক থেকে লালপুর ও বাগাতিপাড়া এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করে অস্ত্র কেনা বেচা করতেন।




















