০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

স্কুলছাত্রীকে উত্যক্ত: ২ বখাটের জেল

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে দু’বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় দেন। এর আগে বুধবার বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের বৌদ্ধনাথ মন্দিরের তেপতির মোড় এলাকায় ওই ছাত্রীকে উত্যক্ত করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার গাওচুলকা গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৫) ও একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জোবাইদুর রহমান (২৩)।

হাতীবান্ধা থানার এসআই মিন্টু চন্দ্র জানান, নওদাবাস উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে স্কুল যাওয়া-আসার পথে প্রায় উত্যক্ত করে আসছিলো ওই বখাটেরা। বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তেপতির মোড় এলাকায় বখাটেরা মোটরসাইকেল নিয়ে ওই ছাত্রীর পথরোধ করে এবং বিভিন্ন অশ্লিল ভাষায় উত্যক্ত করে। এ সময় ওই ছাত্রী সেখানে অবস্থানরত স্থানীয়দের অবগত করলে স্থানীয় লোকজন তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

রাতেই বখাটেদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা তাদের দোষ স্বীকার করে নেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

স্কুলছাত্রীকে উত্যক্ত: ২ বখাটের জেল

প্রকাশিত : ০১:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে দু’বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় দেন। এর আগে বুধবার বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের বৌদ্ধনাথ মন্দিরের তেপতির মোড় এলাকায় ওই ছাত্রীকে উত্যক্ত করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার গাওচুলকা গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৫) ও একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জোবাইদুর রহমান (২৩)।

হাতীবান্ধা থানার এসআই মিন্টু চন্দ্র জানান, নওদাবাস উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে স্কুল যাওয়া-আসার পথে প্রায় উত্যক্ত করে আসছিলো ওই বখাটেরা। বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তেপতির মোড় এলাকায় বখাটেরা মোটরসাইকেল নিয়ে ওই ছাত্রীর পথরোধ করে এবং বিভিন্ন অশ্লিল ভাষায় উত্যক্ত করে। এ সময় ওই ছাত্রী সেখানে অবস্থানরত স্থানীয়দের অবগত করলে স্থানীয় লোকজন তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

রাতেই বখাটেদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা তাদের দোষ স্বীকার করে নেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।