০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে যুবক আটক

চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারি চক্রের সৈকত নামের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। গত বুধবার রাতে বরিশাল জেলার উজিরপুরের ডাবেরকুল চৌরাস্তা বাজার থেকে তাকে আটক করে র‌্যাব-৮। এ সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের কাজে ব্যবহৃত একটি মুঠোফোন, ২টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব। আটক সৈকত মৃধা ওই উপজেলার যোগীরকান্দা গ্রামের মো. গিয়াস মৃধার ছেলে।

সৈকত র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, বিভিন্ন ভুয়া ফেসবুক একাউন্ট থেকে প্রশ্নপত্র সরবরাহ করবে বলে পরীক্ষার আগে বিভিন্ন পোষ্ট দিত এবং এর জন্য বিভিন্ন শিক্ষার্থীদের নিকট হতে অগ্রীম টাকা গ্রহণ করত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে সৈকতকে উজিরপুর থানায় সোপর্দ করে র‌্যাবের ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে যুবক আটক

প্রকাশিত : ১০:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮

চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারি চক্রের সৈকত নামের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। গত বুধবার রাতে বরিশাল জেলার উজিরপুরের ডাবেরকুল চৌরাস্তা বাজার থেকে তাকে আটক করে র‌্যাব-৮। এ সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের কাজে ব্যবহৃত একটি মুঠোফোন, ২টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব। আটক সৈকত মৃধা ওই উপজেলার যোগীরকান্দা গ্রামের মো. গিয়াস মৃধার ছেলে।

সৈকত র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, বিভিন্ন ভুয়া ফেসবুক একাউন্ট থেকে প্রশ্নপত্র সরবরাহ করবে বলে পরীক্ষার আগে বিভিন্ন পোষ্ট দিত এবং এর জন্য বিভিন্ন শিক্ষার্থীদের নিকট হতে অগ্রীম টাকা গ্রহণ করত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে সৈকতকে উজিরপুর থানায় সোপর্দ করে র‌্যাবের ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।