পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সভাপতি শাহবাজ শরিফ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে শাহবাজ শরিফের পক্ষে ভোট পড়েছে ১৭৪টি।
জাতীয় পরিষদের ভোটাভুটিতে শাহবাজ শরিফের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআইয়ের সহসভাপতি শাহ মাহমুদ কোরেশি। পিটিআইয়ের আইনপ্রণেতারা অধিবেশন বর্জন করায় শাহবাজ শরিফের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১৭২ জন সদস্যের সমর্থন, সেখানে ১৭৪ জনের সমর্থন পেলেন শাহবাজ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। ৭০ বছর বয়সী শাহবাজের জন্ম লাহোরে। ধনী ব্যবসায়ী পরিবারের এই সন্তানের পড়াশোনা পাকিস্তানেই। পড়াশোনা শেষে পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি। বর্তমানে পাকিস্তানের একটি ইস্পাত কারখানায় যৌথ মালিকানা রয়েছে তার।
এর আগে শনিবার দিবাগত রাতে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























