বিধ্বস্তের আগে টাওয়ারের সঙ্গে যোগাযোগ ছিল না
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৮, ১০:৪২
বিধ্বস্তের আগে টাওয়ারের সঙ্গে যোগাযোগ ছিল না
বিবার্তা ডেস্কপ্রিন্ট অঅ-অ+
ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার আগে পাইলটের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ ছিল না বলে প্রাথমিক তদন্ত প্রকাশ করেছে নেপালের তদন্ত কমিশন। এতে বলা হয় টাওয়ার আর ককপিটের মধ্যে ৪৭ সেকেন্ড কোনো কার্যকর যোগাযোগ ছিল না।
নেপালের ‘এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিশন’ এই প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বৃহ্স্পতিবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুর্ঘটনা তদন্ত বিভাগ।
প্রতিবেদনে বিমান বিধ্বস্তের সময় ‘২টা ১৯ মিনিট ১০ সেকেন্ড’ উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের ‘কমিউনিকেশনস’ প্যারায় বলা হয়েছে, দুপুর ২টা ১৭ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত ককপিট ও কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ছিল। কিন্তু এরপর থেকে ২টা ১৮ মিনিট ৪৫ সেকন্ড পর্যন্ত টাওয়ার আর ককপিটের মধ্যে কোনো কার্যকর যোগাযোগ ছিল না। এর ২৫ সেকেন্ড পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ১২ মার্চ ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে ৭১ আরোহীর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চারক্রুসহ ২৭ জন বাংলাদেশী।

























