চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় নুরুল ইসলাম নাহিদ (৪০) নামে এক বাস শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরে ইলেকট্রিক শকের চিহ্ন দেখা গেছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোর ৬টার পর আহত অবস্থায় নাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নেয়।


























