আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও সাবেক সচিব এটিএম শামসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, হক ছাত্রজীবন থেকেই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপক্ষের রাজনীতিতে যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তাছাড়া তিনি দীর্ঘ সময় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-০১ মেয়াদে তিনি মন্ত্রী পদমর্যাদায় তিন বছর বাংলাদেশ সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি ১৯৯৭-২০০০ পর্যন্ত বাংলাদেশের সরকারের মন্ত্রীর পদ মর্যাদায় জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। এবং কুমিল্লা সদর আসন থেকে দুইবার ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন।
শামসুল হক বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে মারা যান।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















