বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ সেপ্টেম্বর । বাচসাস নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ এই তথ্য জানিয়েছেন।
২৯ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে বাচসাস নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করে বাচসাস নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল থেকে জানা যায়, এবারের নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ ২ আগস্ট, আপত্তি দাখিল ৫ আগস্ট, আপত্তি শুনানি ৬ আগস্ট, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ আগস্ট, মনোনয়ন পত্র সংগ্রহ ১০ থেকে ১২ আগস্ট, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৪ আগস্ট রাত ৮ টায়। মনোনয়ন পত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৬ আগস্ট। প্রার্থীতা প্রত্যাহার ১৭ আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৮ আগস্ট। ভোট গ্রহণ ২ সেপ্টেম্বর। স্থান জাতীয় প্রেসক্লাব মিলনায়তন।
নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ জানান, ২৮ জুলাই বাচসাস নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার। সভায় নির্বাচন কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর আগস্টে ২০১৯-২০২১ কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ