কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদর খাদ্য গুদাম সংলগ্ন হৃদয় অটো হাউজ দোকানে ১৫ আগষ্ট উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে দুই সহোদর ভাই বিদ্যুৎ স্পর্শে নিহত হয়। নিহত দুই সহোদর ইটনা উপজেলা সদর কর্মকার হাটি নেপাল কর্মকার এর ছেলে হৃদয় কর্মকার (২৬) ও বিজয় কর্মকার (১৬)। এলাকা বাসী ও প্রত্যক্ষ সূত্রে জানা যায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নিজ দোকানে স্টিলের পাইব দিয়ে জাতীয় পতাকা উত্তোলন কালে পাইবটি পল্লী বিদ্যুতের লাইনের খোলা তারে লেগে হৃদয় ও বিজয় বিদ্যুৎ স্পর্শ হলে সাথে সাথে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল নয়টা পনেরো মিনিটে বিজয় কর্মকার এবং সকাল নয়টা আটারো মিনিটে হৃদয় কর্মকারকে মৃত্যু ঘোষনা করেন। এ ব্যাপারে ইটনা থানার এস আই নাজমুল আলম বিষয়টি সত্যতা নিঃশ্চিত করেন।
বিজনেস বাংলাদেশ/হাবিব






















