০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

বগুড়ায় বাস চাপায় এবার বিচ্ছিন্ন শিশুর হাত

রাজধানী ঢাকার পর এবার বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় সুমি খাতুন (৮) নামে এক শিশু মারাত্মক আহত হয়েছে। এ ঘটনায় তার বাম হাত কেটে ফেলতে হয়েছে। উপজেলার বটতলা এলাকায় রবিবার দুপুরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

সুমি শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দক্ষিণপাড়ার বাসিন্দা দোকান কর্মচারী দুলাল মিয়া এবং গৃহকর্মী মরিয়ম বেগমের মেয়ে। স্থানীয় ব্র্যক স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে সে। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শিশু সুমি বাড়ির পাশে ফুলতলা এলাকার সড়কে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সে রাস্তা পার হতে গেলে একটি বাস বেপরোয়া গতিতে এসে সুমিকে সজোরে ধাক্কা দেয়। এতে তার দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

পথচারীরা রক্তাক্ত সুমিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তার বাম হাত কেটে ফেলতে বাধ্য হন। বিকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী বলেন, শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত নয়। মাথার আঘাত গুরুতর। একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেক হাতের আঙুল ভেঙে গেছে। এখানে ভর্তি করার সময় শিশুটির জ্ঞান ছিল না। পরে জ্ঞান ফিরেছে।

ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না। এ সময় অতিবাহিত হলে শিশুটির অস্ত্রোপচার করা হবে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বগুড়ায় বাস চাপায় এবার বিচ্ছিন্ন শিশুর হাত

প্রকাশিত : ১০:০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮

রাজধানী ঢাকার পর এবার বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় সুমি খাতুন (৮) নামে এক শিশু মারাত্মক আহত হয়েছে। এ ঘটনায় তার বাম হাত কেটে ফেলতে হয়েছে। উপজেলার বটতলা এলাকায় রবিবার দুপুরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

সুমি শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দক্ষিণপাড়ার বাসিন্দা দোকান কর্মচারী দুলাল মিয়া এবং গৃহকর্মী মরিয়ম বেগমের মেয়ে। স্থানীয় ব্র্যক স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে সে। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শিশু সুমি বাড়ির পাশে ফুলতলা এলাকার সড়কে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সে রাস্তা পার হতে গেলে একটি বাস বেপরোয়া গতিতে এসে সুমিকে সজোরে ধাক্কা দেয়। এতে তার দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

পথচারীরা রক্তাক্ত সুমিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তার বাম হাত কেটে ফেলতে বাধ্য হন। বিকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী বলেন, শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত নয়। মাথার আঘাত গুরুতর। একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেক হাতের আঙুল ভেঙে গেছে। এখানে ভর্তি করার সময় শিশুটির জ্ঞান ছিল না। পরে জ্ঞান ফিরেছে।

ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না। এ সময় অতিবাহিত হলে শিশুটির অস্ত্রোপচার করা হবে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।