সিরাজগঞ্জে বাঁশের সাঁকো থেকে ইছামতি নদীতে পড়ে নিরব নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামে। এলাকাবাসী জানায়, নদীর উপর নতুন নির্মিত বাঁশের সাকোতে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
শুক্রবার সকালে রাজশাহী ডুবুরী দল তল্লাশী চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। সে সদর উপজেলার রতনকান্দি ইউপির একডালা গ্রামের শ্রী নিমাই চন্দ্রের ছেলে এবং স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
কাজিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মেহরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিশু নিরব একডালা দক্ষিণ এলাকায় ইছামতি নদীর উপর নির্মিত বাঁশের সাকোতে খেলতে গিয়ে নদীতে পড়ে যায়।
সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা নদীতে নেমে তল্লাশী চালালেও উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাজশাহী থেকে ডুবুরীদলকে নিয়ে আসা হয়। সকালে তারা নদীতে তল্লাশী চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব