১৮ সেপ্টেম্বর ২০২২ ইং পরস্পর যোগসাজসে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসা,মোড়েলগঞ্জ, বাগেরহাটের ১২ জন শিক্ষকের নামে জাল জালিয়াতির মাধ্যমে জনপ্রতি ২.০০ লক্ষ টাকা করে মোট ১২ টি ভোগ্যপণ্য ঋণ মঞ্জুর পূর্বক উক্ত ১২ টি ঋণের বিপরীতে সর্বমোট ২৪ লক্ষ টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ করেন যার বর্তমান সুদাসলে দায় স্থিতি ৪৩,২৭,৪৫২/- টাকা।
সরকারী কর্মচারী হয়ে অপরাধমূলক অসদাচরণ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জাল-জালিয়াতি ও অসাধুভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক আত্মসাৎ করে দন্ডবিধির ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়,বাগেরহাট এর উপপরিচালক মোঃ শাহরিয়ার জামিল উক্ত মামলাটি রুজু করেন। দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয়, বাগেরহাট-এ রুজুকৃত এটি প্রথম মামলা।
উক্ত মামলার আসামীরা হলেন,মিসেস সাফিয়া বেগম (৬৭),সাবেক ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত), অগ্রণী ব্যাংক লি.সৈয়দ শিয়ন সাইফ(৩৭), অফিসার ক্যাশ (ঋণ কর্মকর্তা), বর্তমানে বরখাস্ত,অগ্রণী ব্যাংক লিমিটেড আবদুল্লাহ আল মাসুদ(৪৮), সহকারী শিক্ষক, সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসা,মোড়েলগঞ্জ বাগেরহাট।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























