ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আলম রিফাতের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত ৬ অক্টোবর বৃহস্পতিবার চিনাইর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে স্পিড ব্রেকারে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রিফাত কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা রেফার করা হয়, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ১০ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় তার মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত যুবক উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ শাহআলম মোল্লার ছেলে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু বলেন নিহত রিফাত আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সে মোটরসাইকেল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে চিনাইর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে স্পিড বেকার এ গতি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়।আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করে।পরবর্তীতে আজকে বিকাল ৩ ঘটিকায় ঢাকা চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়। তার মৃত্যুতে আখাউড়া উপজেলা ছাত্রলীগ শোকাহত।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন এ বিষয়ে কোন অভিযোগ দেওয়া হয়নি, মেবি আমার জানামতে দুর্ঘটনার সাথে সাথেই তারা তাকে ঢাকা নিয়ে গিয়েছিল। এখন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















