১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উপজেলা নির্বাচন কর্ণফুলীতে প্রতীক পেলেন প্রার্থীরা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) কর্ণফুলী উপজেলা নির্বাচনে রিটানিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

আর প্রতীক হাতে পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফারুক চৌধুরী (নৌকা), এবং স্বতন্ত্র প্রার্থী মো. আলী(আনারস) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে আ.লীগ নেতা আমির আহমদ (চশমা), যুবলীগ নেতা মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ) এবং মো. আবদুল হালিম(তালা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও সংরক্ষিত ৪ নারী প্রার্থীর মধ্যে মোমেনা আক্তার নয়ন (কলস) বানাজা ভূইয়া নিশি (হাঁস) ডা. ফারহানা মমতাজ (ফুটবল) এবং রানু আকতার (বৈদ্যুতিক পাখা) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ, আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ১ লক্ষ ৭ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন। মোট ৪২টি কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

উপজেলা নির্বাচন কর্ণফুলীতে প্রতীক পেলেন প্রার্থীরা

প্রকাশিত : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) কর্ণফুলী উপজেলা নির্বাচনে রিটানিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

আর প্রতীক হাতে পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফারুক চৌধুরী (নৌকা), এবং স্বতন্ত্র প্রার্থী মো. আলী(আনারস) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে আ.লীগ নেতা আমির আহমদ (চশমা), যুবলীগ নেতা মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ) এবং মো. আবদুল হালিম(তালা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও সংরক্ষিত ৪ নারী প্রার্থীর মধ্যে মোমেনা আক্তার নয়ন (কলস) বানাজা ভূইয়া নিশি (হাঁস) ডা. ফারহানা মমতাজ (ফুটবল) এবং রানু আকতার (বৈদ্যুতিক পাখা) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ, আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ১ লক্ষ ৭ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন। মোট ৪২টি কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব