আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে এবং এতে কোনো সন্দেহ নেই। তাই বিএনপিকে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদ’র ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
শনিবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুড়ানবাড়ি এলাকায় লিসকি টেকনোলজি বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানার ভিত্তিপ্রস্তর উদ্ধোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, আগামী নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাদের নেতাকর্মীদের কোথাও খুঁজে পাওয়া যাবে না।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন মামলায় ১৭ বছরের জেল হয়েছে। তাই তিনি আর কখনো দেশে আসতে চাইবেন না। তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এবং তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় তা স্পষ্ট হয়েছে।
১৯৯০ সালে বিচারপতি শাহাব উদ্দিনকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেয়াটা অবৈধ ছিল জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব সরকার। সরকার শিল্প খাতে ব্যাপক উন্নয়ন করছে।
রানা প্লাজা ধসে দেশের অনেক বড় ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, রানা প্লাজার ধসের ঘটনায় ভবন মালিক সোহেল রানা বর্তমানে জেল হাজতে রয়েছে এবং রানা প্লাজা ধসের ঘটনায় সকল নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা যথেষ্ট সাহায্য পেয়েছে।
বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিলো এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক নির্যাতন করেছে। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের সময় শান্তিতে আছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে ডেপুটি স্পিকার একটি গাছের চারা রোপণ করেন।
ওই পোশাক কারখানাটি আট বিঘা জমির উপর নির্মিত হবে এবং এখানে বাংলাদেশের খেলোয়াড়দের পোশাক তৈরি করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
এ সময় লিসকি টেকনোলজি বিডি লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর শওকত রাসেদ মামুন, ম্যানেজার মার্কেটিং অ্যান্ড সেলস রিয়াদুজ জামিল, খাঁন ব্রাদার নিট ওয়্যার’র ডিরেক্টর আমান উল্লাহ নয়ন, দ্যা এ্যাপারেল নিউজ-এর এডিটর অমিত বিশ্বাস, বনগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মান্নান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।




















