বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান
আমিনুল ইসলাম আমিন বলেছেন, ‘কোনো এমপি-মন্ত্রী কিংবা রাজনৈতিক দলের নেতা হলে কবরে মুনকিরনাকির বড় নেতা ছিলেন বলে প্রশ্ন একটা কম করবেন না। সকলকে তিনটি প্রশ্নই করা হবে। সে প্রশ্নের উত্তর দেয়ার জন্য পরিপূর্ণ ঈমান থাকতে হবে।
ঈমান যার মধ্যে আছে সে কথায় দাম্ভিকতা হবেনা, অহংকার করবেনা, বিনয়ী হবে, প্রতিহিংসাপরায়ণ হবেনা, মানুষের মধ্যে রাগ-ক্ষোভ পোষে রাখবেনা। প্রত্যেক সিফাত, প্রত্যেক গুণাগুণ আমরা রাসূল সা. এর মাঝে দেখি। দুনিয়ার ক্ষমতা আজ আছে কাল নেই, কিন্তু একটি ক্ষমতা চির অক্ষয় একমাত্র আল্লাহ। আর কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। এ উপলব্ধিতে আমাদের জীবনযাপন করতে হবে।
শনিবার (২২ অক্টোবর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫২ তম আন্তর্জাতিক সীরতুন্নবী সা. মাহফিলের ১৫ তম দিবসে বিশেষ মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে সীরতুন্নবী সা. মোতাওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাওলানা ফারুক হোসাইন ও মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা আনোয়ার উল্লাহ সুজাত, শাহজাদা আসমা উল্লাহ ইমরাত, শাহজাদা ঈমাম বায় হাক্বী প্রমুখ। এছাড়া নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা রাখেন আলেমগণ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























