নারায়ণগঞ্জে রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং পিনিক গ্যাংয়ের প্রধান শাকিলসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাব ১১—এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু। এরআগে ২৩ অক্টোবর রূপগঞ্জ থানাধীন হাটিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্ধর্ষ কিশোর গ্যাং পিনিক গ্যাং এর প্রধান মো. শাকিল ইসলাম (২১), মো. আলফাজ (১৮), মো. সিফাত (১৮), মো. রিফাত হোসেন (২১), মো. শান্ত ভূইয়া (২১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা নিজেদের কিশোর গ্যাং পিনিক গ্যাং এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ২টি হাসুয়া, ২টি সুইচ গিয়ার চাকু, ১টি ছোড়া। কিশোর গ্যাং প্রধান শাকিল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ১টি অস্ত্র আইনে মামলা এবং ১টি মাদক মামলা রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















