১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ভালুকায় বাস-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে আরো তিনজন আহত হন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটী গ্রামের ফারুক (২৮) ও সদর উপজেলার কাতলাসনের তোফায়েল। নিহত নারী ও অন্য এক পুরুষের পরিচয় পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিহত ফারুক গার্মেন্ট শ্রমিক ছিলেন। মে দিবসের ছুটিতে তিনি বাড়ি ফিরছিলেন।

নিহত তিনজনের মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজন মারা যান বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভালুকায় বাস-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৪

প্রকাশিত : ১১:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে আরো তিনজন আহত হন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটী গ্রামের ফারুক (২৮) ও সদর উপজেলার কাতলাসনের তোফায়েল। নিহত নারী ও অন্য এক পুরুষের পরিচয় পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিহত ফারুক গার্মেন্ট শ্রমিক ছিলেন। মে দিবসের ছুটিতে তিনি বাড়ি ফিরছিলেন।

নিহত তিনজনের মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজন মারা যান বলেও জানান তিনি।