ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজির ৫ যাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ত্রিশাল বালিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ত্রিশাল থেকে বালিপাড়া যাওয়ার পথে একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন মারা যায়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করছে পুলিশ।
বিজনেস বাংলাদেশ / bh




















