বান্দরবানে হত্যা মামলায় ৩ আসামীর যাবজ্জীবন সাজা

পার্বত্য জেলা বান্দরবানে একটি হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরো খবর
বান্দরবানের দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূঁইয়া বুধবার দুপুরে এ আদেশ দেন একাদশী দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। উক্ত আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি ) মো: ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।দন্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ ফতেখাঁরকুল এলাকার বাঁচা মিথ্যার পুত্র মাহফুজ রাব্বি, নাছির আহমদের পুত্র জাহাঙ্গীর ও কালু সওদাগরের পুত্র নুর আহমদ।
মামলার বিবরণে প্রকাশ, ১৯৯০ সালের ১০ মার্চ স্বামী রায় মোহন বডুয়াকে হত্যার দায়ে স্ত্রী শান্তি বালা বডুয়া নাইক্ষংছডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৩২ বছর অপেক্ষার পর স্বামী হত্যার বিচারের রায় পেলেন শান্তি বালা বডুয়া।