আনোয়ারা উপজেলা পরিষদেরর পক্ষ থেকে এ্যাম্বুলেন্স সেবা চালু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জনগণের হয়রানিমুক্ত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে পরিবার-পরিকল্পনা বিভাগে এ্যাম্বুলেন্স বিতরণ করা হয়েছে।
আরো খবর
বুধবার (৩০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের উপস্থিতিতে এটি বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, কৃষি অফিসার রমজান আলী, প্রকৌশলী তাসলিমা জাহান, ইউডিএফ প্রকল্প পরিচালক পাপিয়া চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।