১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

ডেইলি স্টারের সঙ্গে গোলশূন্য ড্র করল জাগো নিউজ

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি) আয়োজিত ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ডেইলি স্টারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জাগো নিউজ। রোববার সকালে বাংলাদেশ হ্যান্ডবল মাঠে দুই দলের এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে জাগো নিউজের খেলোয়াড়রা। গোলের অনেকগুলো সুযোগ সৃষ্টি করলেও বল জালে জড়াতে ব্যর্থ হন সাঈদ শিপন ও শফিক কলিমরা। ফলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। তবে পুরো ম্যাচে দুর্দান্ত খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল। উল্লেখ্য, দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শীর্ষস্থানীয় ২৪ দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে।

আগামী ১১ মে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। জাগো নিউজের দল মনিরুজ্জামান উজ্জ্বল (অধিনায়ক), ইমাম হোসাইন সোহেল, শফিকুল ইসলাম, সাঈদ শিপন, শফিক কলিম, ফয়সাল খান, মু. ফারুক আলম ও বায়েজিদ পান্থ। দলের ম্যানেজার হিসেবে ছিলেন রফিকুল ইসলাম।

ট্যাগ :
জনপ্রিয়

ডেইলি স্টারের সঙ্গে গোলশূন্য ড্র করল জাগো নিউজ

প্রকাশিত : ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি) আয়োজিত ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ডেইলি স্টারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জাগো নিউজ। রোববার সকালে বাংলাদেশ হ্যান্ডবল মাঠে দুই দলের এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে জাগো নিউজের খেলোয়াড়রা। গোলের অনেকগুলো সুযোগ সৃষ্টি করলেও বল জালে জড়াতে ব্যর্থ হন সাঈদ শিপন ও শফিক কলিমরা। ফলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। তবে পুরো ম্যাচে দুর্দান্ত খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল। উল্লেখ্য, দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শীর্ষস্থানীয় ২৪ দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে।

আগামী ১১ মে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। জাগো নিউজের দল মনিরুজ্জামান উজ্জ্বল (অধিনায়ক), ইমাম হোসাইন সোহেল, শফিকুল ইসলাম, সাঈদ শিপন, শফিক কলিম, ফয়সাল খান, মু. ফারুক আলম ও বায়েজিদ পান্থ। দলের ম্যানেজার হিসেবে ছিলেন রফিকুল ইসলাম।