১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

রোহিতের ৩০০ ছয়ের রেকর্ড

চলতি আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন দারুণ ছন্দে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সমস্ত টি-টোয়েন্টি ফরম্যাটে তিনশোরও বেশি ছয়ের রেকর্ড গড়েছেন তিনি। তবে মোটেও ভালো অবস্থানে নেই মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। ৯ ম্যাচ খেলে ৬টি’তে হেরেছে তারা।

শুক্রবার হোলকার স্টেডিয়ামে কিংস ইলেভেনের বিরুদ্ধে খেলতে নেমে মুজিবুর রহমানের বলে ছক্কা হাঁকানোর পরই এই রেকর্ডের মালিক হন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে তার ওভার বাউন্ডারির সংখ্যা ৭৮। সেখানে আইপিএলে এই সংখ্যাটা এখনও পর্যন্ত ১৮৩। চ্যাম্পিয়ন্স লিগ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি-সহ অন্য কয়েকটি টুর্নামেন্টে মোট ৪০টি ওভারবাউন্ডারি রয়েছে।

প্রথম ভারতীয় হিসাবে এই ফরম্যাটে রেকর্ড করলেও, অনেকটাই পিছিয়ে রয়েছেন ক্রিস গেল, কিয়েরন পোলার্ডদের থেকে। শর্ট ফরম্যাটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেলের। তাঁর ছয়ের সংখ্যা ৮৪৪। তারপরেই রয়েছেন পোলার্ড (৫২৫), ব্রেন্ডন ম্যাকলাম (৪৪৫), ডোয়েন স্মিথ (৩৬৭), শেন ওয়াটসন (৩৫৭), ডেভিড ওয়ার্নার (৩১৯)। আর রোহিতের সেই সংখ্যাটা হল ৩০১।

ট্যাগ :
জনপ্রিয়

রোহিতের ৩০০ ছয়ের রেকর্ড

প্রকাশিত : ১২:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮

চলতি আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন দারুণ ছন্দে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সমস্ত টি-টোয়েন্টি ফরম্যাটে তিনশোরও বেশি ছয়ের রেকর্ড গড়েছেন তিনি। তবে মোটেও ভালো অবস্থানে নেই মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। ৯ ম্যাচ খেলে ৬টি’তে হেরেছে তারা।

শুক্রবার হোলকার স্টেডিয়ামে কিংস ইলেভেনের বিরুদ্ধে খেলতে নেমে মুজিবুর রহমানের বলে ছক্কা হাঁকানোর পরই এই রেকর্ডের মালিক হন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে তার ওভার বাউন্ডারির সংখ্যা ৭৮। সেখানে আইপিএলে এই সংখ্যাটা এখনও পর্যন্ত ১৮৩। চ্যাম্পিয়ন্স লিগ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি-সহ অন্য কয়েকটি টুর্নামেন্টে মোট ৪০টি ওভারবাউন্ডারি রয়েছে।

প্রথম ভারতীয় হিসাবে এই ফরম্যাটে রেকর্ড করলেও, অনেকটাই পিছিয়ে রয়েছেন ক্রিস গেল, কিয়েরন পোলার্ডদের থেকে। শর্ট ফরম্যাটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেলের। তাঁর ছয়ের সংখ্যা ৮৪৪। তারপরেই রয়েছেন পোলার্ড (৫২৫), ব্রেন্ডন ম্যাকলাম (৪৪৫), ডোয়েন স্মিথ (৩৬৭), শেন ওয়াটসন (৩৫৭), ডেভিড ওয়ার্নার (৩১৯)। আর রোহিতের সেই সংখ্যাটা হল ৩০১।