ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বাইশ গজে নিজের দক্ষতার পরিচয় দিয়ে বর্তমান সময়ের শীর্ষ খেলোয়াড়দের একজন তিনি। ২০০৮ সালে ওয়ানডে এবং ২০১০ সালে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে পা রাখা কোহলি এখন নিজের সবচেয়ে সেরা সময়টি পার করছেন। সেই কোহলি নিজের ক্রিকেট জীবনের শুরুর দিকের কথা জানালেন ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াকে।
সংবাদমাধ্যমটিকে কোহলি জানান, জাতীয় দলের খেলোয়াড় নির্বাচনের দিন তিনি তার মায়ের সঙ্গে বসে টিভিতে খবর দেখছিলেন। সে সমইয় তার নাম টিভির পর্দায় ভেসে ওঠে। তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। এর পাঁচ মিনিট পর ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ফোন পান তিনি।
দলের ড্রেসিং রুমে নিজের প্রথম অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কোহলি বলেন, ‘আমার পরিষ্কার মনে পড়ে আমি যখন দলের মিটিংয়ে গেলাম, তখন আমাকে বক্তৃতা দিতে বলা হলো। সেখানে ভারতের বড় বড় খেলোয়াড়দের সামনে এটা রীতিমতো ভয়ের বিষয় ছিল। তারা সবাই আমার দিকে তাকিয়ে ছিল। এখন আমরা নতুনদের ভয় দেখাতে একই কাজ করি।’
ভারতীয় দলের সবচেয়ে ফিট খেলোয়াড় মানা হয় কোহলিকে। তবে তিনিই জানিয়েছেন, পেশাদার ক্রিকেটে আসা ছাড়া তিনি শারীরিক কসরতের কথা ভাবতেও পারেন না।

























