১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

সুস্থ হয়েই বিশ্বকাপে ফেরার আশা ওজিলের

পিঠের ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আশাবাদী জার্মানীর প্লেমেকার মেসুত ওজিল। রবিবার বার্নলির বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে আর্সেনাল দলে ছিলেন না ওজিল। আগামী সপ্তাহে লীগের শেষ দুটি ম্যাচে ২৯ বছর বয়সী এই তারকা প্লে মেকারের ফেরা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গানার্স ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। কিন্তু ওজিলের সব চিন্তা এখন আসন্ন বিশ্বকাপকে ঘিড়ে। যদিও সময়মত ফিট হয়ে উঠতে দারুণ আশাবাদী তিনি।

এক টুইটার বার্তায় ওজিল লিখেছেন, ‘অবশ্যই সময়মত আমি পুরো সুস্থ হয়ে উঠবো।’

আগামী ১৭ জুন মস্কোতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানী। প্রিমিয়ার লীগে আর্সেনালের চলতি মৌসুমে আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। বুধবার লিস্টার সিটি ও রবিবার মৌসুমের শেষ দিনে হাডার্সফিল্ড টাউন সফরে যাবে গানার্সরা।

ট্যাগ :
জনপ্রিয়

সুস্থ হয়েই বিশ্বকাপে ফেরার আশা ওজিলের

প্রকাশিত : ০৬:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮

পিঠের ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আশাবাদী জার্মানীর প্লেমেকার মেসুত ওজিল। রবিবার বার্নলির বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে আর্সেনাল দলে ছিলেন না ওজিল। আগামী সপ্তাহে লীগের শেষ দুটি ম্যাচে ২৯ বছর বয়সী এই তারকা প্লে মেকারের ফেরা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গানার্স ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। কিন্তু ওজিলের সব চিন্তা এখন আসন্ন বিশ্বকাপকে ঘিড়ে। যদিও সময়মত ফিট হয়ে উঠতে দারুণ আশাবাদী তিনি।

এক টুইটার বার্তায় ওজিল লিখেছেন, ‘অবশ্যই সময়মত আমি পুরো সুস্থ হয়ে উঠবো।’

আগামী ১৭ জুন মস্কোতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানী। প্রিমিয়ার লীগে আর্সেনালের চলতি মৌসুমে আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। বুধবার লিস্টার সিটি ও রবিবার মৌসুমের শেষ দিনে হাডার্সফিল্ড টাউন সফরে যাবে গানার্সরা।