মানিকগঞ্জের হরিরামপুরের সট্টি রাবেয়া খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রয়ারী (বৃহস্পতিবার) সকাল থেকে দিন ব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. আবুল কালাম দেওয়ান।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মজিবুর রহমান। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মহিদুর রহমান জুয়েল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিক্যুরিটিজ এক্সচেঞ্জ কমিশনের পরিচালক মো. আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদুর রহমান, মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী স্বপন, নো. মাহবুবুর আলম মেহবুব, মো. সাইফুল হক হিমু ও চালা ইউপি সদস্য আব্দুল গফ্ফার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে শতাধিক ছাত্র/ছাত্রীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























