০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

সুমির একক সঙ্গীত সন্ধ্যা আজ

মিস্টি গায়িকা রিদওয়ানা আফরীন সুমির একক সঙ্গীত সন্ধ্যা আজ শনিবার। তালতলার কুশলি ভবনের টপ ফ্লোরে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে ‘শুদ্ধমঞ্চ’ । অনুষ্ঠানে শোনা যাবে সুমির মৌলিক আধুনিক ও রবীন্দ্র সঙ্গীত। অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফাতেমা তোজ জোহরাসহ সঙ্গীত প্রেমীরা উপস্থিত থাকার কথা রয়েছে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হবে।

সুমি রবীন্দ্রনাথের গানের পাশাপাশি ভালো কথা এবং ভালো সুরের আধুনিক গান এবং দেশের গান করতে স্বাচ্ছন্দ বোধ করেন। সুমি বলেন, যে সংগীত শ্রুতিমধুর এবং মানুষের হৃদয়কে স্পর্শ করে সেটা কোন সংগীত তা আমার কাছে জরুরী নয়, যখন তার শ্রুতিমধুরতা আমাকে মুগ্ধ করে আমি তখন সেই গান গাওয়ার চেষ্টা করি। আমার শুভাকাঙ্ক্ষী প্রিয় শ্রোতাদের কাছে আমার গাওয়া সেই গান যদি কিছুটা গ্রহণযোগ্য হয় সেখানেই আমার প্রাপ্তি এবং তৃপ্তি। আজ আমি প্রিয় গানগুলো শোনাতে চাই ”।

সুমি গানের পাশাপাশি টাইম মিউজিক টিভির এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন এ ছাড়া ‘ডেইলি ওমেন বাংলাদেশ’-এর যগ্ন সম্পাদক ও ডিকেটর হিসেবে দায়ীত্ব পালন করছেন।

সুমির জন্ম বরিশাল শহরে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সুমি ছোট। পড়াশোনা করেছেন মঠবাড়িয়া সরকারি কলেজে, এরপর ঢাকার সরকারি সংগীত মহাবিদ্যালয় থেকে বি-মিউজ পাস করে আইসিসিআরের বৃত্তি নিয়ে রবীন্দ্র ভারতীতে অনার্স শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এম-মিউজ সম্পন্ন করেন। বর্তমানে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার সংগীতে হাতেখড়ি আদরের ফুপু শিরিন আক্তারের কাছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯

সুমির একক সঙ্গীত সন্ধ্যা আজ

প্রকাশিত : ০৪:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

মিস্টি গায়িকা রিদওয়ানা আফরীন সুমির একক সঙ্গীত সন্ধ্যা আজ শনিবার। তালতলার কুশলি ভবনের টপ ফ্লোরে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে ‘শুদ্ধমঞ্চ’ । অনুষ্ঠানে শোনা যাবে সুমির মৌলিক আধুনিক ও রবীন্দ্র সঙ্গীত। অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফাতেমা তোজ জোহরাসহ সঙ্গীত প্রেমীরা উপস্থিত থাকার কথা রয়েছে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হবে।

সুমি রবীন্দ্রনাথের গানের পাশাপাশি ভালো কথা এবং ভালো সুরের আধুনিক গান এবং দেশের গান করতে স্বাচ্ছন্দ বোধ করেন। সুমি বলেন, যে সংগীত শ্রুতিমধুর এবং মানুষের হৃদয়কে স্পর্শ করে সেটা কোন সংগীত তা আমার কাছে জরুরী নয়, যখন তার শ্রুতিমধুরতা আমাকে মুগ্ধ করে আমি তখন সেই গান গাওয়ার চেষ্টা করি। আমার শুভাকাঙ্ক্ষী প্রিয় শ্রোতাদের কাছে আমার গাওয়া সেই গান যদি কিছুটা গ্রহণযোগ্য হয় সেখানেই আমার প্রাপ্তি এবং তৃপ্তি। আজ আমি প্রিয় গানগুলো শোনাতে চাই ”।

সুমি গানের পাশাপাশি টাইম মিউজিক টিভির এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন এ ছাড়া ‘ডেইলি ওমেন বাংলাদেশ’-এর যগ্ন সম্পাদক ও ডিকেটর হিসেবে দায়ীত্ব পালন করছেন।

সুমির জন্ম বরিশাল শহরে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সুমি ছোট। পড়াশোনা করেছেন মঠবাড়িয়া সরকারি কলেজে, এরপর ঢাকার সরকারি সংগীত মহাবিদ্যালয় থেকে বি-মিউজ পাস করে আইসিসিআরের বৃত্তি নিয়ে রবীন্দ্র ভারতীতে অনার্স শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এম-মিউজ সম্পন্ন করেন। বর্তমানে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার সংগীতে হাতেখড়ি আদরের ফুপু শিরিন আক্তারের কাছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ