কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় জি,কে ২নং কলোনির বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ।
অপরদিকে সরকারি জায়গায় গাছ কাটার অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সরকারি কর্মকর্তাদের।
ঘটনার সূত্রে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জিকে ২নং কলোনির বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে সরকারি গাছ কেটে ভ্যান গাড়িতে করে নিয়ে যাচ্ছে উক্ত এলাকায় নিরাপত্তা হিসেবে নিয়োজিত থাকা আনসার সদস্যরা।
নিয়ম না মেনে সরকারি গাছ কাটা হচ্ছে। অভিযোগ উঠেছে ওপেন টেন্ডার, বিজ্ঞপ্তি-প্রচারণা ছাড়াই চলছে সব।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভেড়ামারায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এ বিষয়ে আমি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।
স্থানীয়রা জানায়, এলাকার সৌন্দর্য্য বৃদ্ধি করে চলেছে এই বিশাল আকৃতির গাছগুলো। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো তদারকি নেই। সে কারণে প্রথমে কারণে-অকারণে গাছের ডাল-পালাগুলো কেটে নেন। তারপর সে গাছের গোলাইগুলো সেখান থেকে ভ্যান গাড়িতে করে নিয়ে যান। অনেকেই মনে করেন এখানে স্থানীয় ও দায়িত্ব থাকা কর্মকর্তা-কর্মচারীদের যোগ সাজেস ছাড়া দিনের বেলায় এভাবে গাছ কেটে নিয়ে যাওয়া সম্ভব না।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















