টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাত গাড়ির চাপায় একটি মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হরিপুর নামক এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই তিন জন মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি অজ্ঞাত সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই ) বাবুল হোসেন বলেন, স্থানীয়দের মধ্যে কেউ বলছে প্রাইভেটকার আবার কেউ কেউ বলছে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। এখন যানবাহনটি শনাক্ত করা যায়নি। নিহতদের লাশ ঘাটাইল থানায় নেয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















