কুমিল্লার বড়ুরা উপজেলায় শ্বশুরবাড়ির এলাকা থেকে গরু চুরি করে জেলার দেবীদ্বার উপজেলার ছোটনা- মোহনপুর এলাকায় পুলিশের তল্লাশী চৌকিতে হাতেনাতে ধরা পড়েছেন জামাইসহ তার আরো দুই বন্ধু। গত সোমবার বিকেলে পাঁচটায় রড়ুরা উপজেলার বিলপুকুরিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে এবং একই দিনের রাত দেড়টায় দেবীদ্বার থানার পুলিশ গরুবোঝাইকারী একটি সিএনজি অটোরিকশা ও গরুসহ তিন চোরকে আটক করে।
চোরাই গরুসহ জেলার ধর্মপুর পশ্চিম চৌমুহনী এলাকার তৈয়ব আলী ছেলে জুয়েল (২৬), চম্পকনগর এলাকার আবদুস সাত্তারের ছেলে রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে সুজন মিয়াকে (২৫) ওই জেলার দেবীদ্বার থানার পুলিশ আটক করে। এর মধ্যে জুয়েল বড়ুরা উপজেলার ঝলম গ্রামের কামলাপাড়া এলাকার আবদুল জব্বারের মেয়ের জামাই।
জানা গেছে, সোমবার বিকেলে বড়ুরা উপজেলার বিলপুকুরিয়া গ্রাম থেকে পাশের ঝলম গ্রামের কামলাপাড়ার এলাকার চাচা শ্বশুরের একটি গরু চুরি করে নিয়ে যান সুজন ও তার অপর দুই বন্ধু। পরে রাত দেড়টায় চুরি করা গরুটি বিক্রি করতে দেবীদ্বার উপজেলার ছোটনা মোহনপুর এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশের তল্লাশী চৌকিতে আটক হন তারা।
গাড়ীতে করে কোথায় থেকে গরুটি আনা হয়েছে এমন প্রশ্নে তাদের প্রবণতা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাদেরকে আটক করে দেবীদ্বার থানায় নিয়ে আসা হয়। পুলিশের মাধ্যমে খবর পেয়ে গরুর মালিক এসে পাশের গ্রামের জামাতা, গরুসহ তিন চোরকে সনাক্ত করে বড়ুরা উপজেলার বিলপুকুরিয়া এলাকার মৃত জিন্নত আলীর ছেলে আমির হোসেন।
বুধবার দুপুরে দেবীদ্বার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, চোরাই গরু ও গরু বহনকারী একটি সিএনজিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় গরুর মালিক আমির হোসেন বাদী হয়ে মামলা করায় তাদেরকে আজ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















