মধুর চাক সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সোহাগ মাতুব্বর নামের এক মৌয়ালের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের কাজী কাঁঠাল গ্রামে ঘটনাটির ঘটে। সোহাগ মাতুব্বর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের বাড়ৈইমাঠ গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে। অপরদিকে গতকাল রবিবার বিকেলে রাজৈর উপজেলার কদমবাড়ী গ্রামের সৌরভ ঘোষ তার নিজ ঘরের ইলেকট্রিক্যাল কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় । সে কদমবাড়ী ইউনিয়নের সতীন বোসের ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকালে মধু কাটতে যায় কাজী কাঁঠাল গ্রামে । ঐ খানে গুডুল গাছের উপর মধু কাটতে উঠলে উপরে বিদ্যুৎএর তার ছিল সেটা সে খেয়াল করেনি। হঠাৎ শট খেয়ে সে নিচে পড়ে যায় পানির মধ্যে। আশপাশের লোকজন তাকে রাজৈর হাসপাতাল নিয়ে আসে । এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমরা বিষয়টি আইনগত ব্যবস্থা নিচ্ছি।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















