আমেনা,মাদারীপুরের রাজৈরের শংকরদী এলাকা থেকে মো গাউস খন্দকার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৯৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।
রাজৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের মো গাউস খন্দকারের শংকরদী গ্রামের কুমার নদীর পাড়ে নির্জন নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে শংকরদী গ্রামের বুজুর্গ খন্দকারের ছেলে।
তিনি আরো জানান,মো গাউস খন্দকারের স্ত্রী আসমা বেগমকে (২১/১২/২০২২) ২০৫০ পিস ইয়াবা সহ আটক হয়েছিল। তারা অভিনব কায়দায় মাদক সংগ্রহ করে রাখতেন আমগাছের ডালে দড়ি দিয়ে বেঁধে।তিনি আরো জানান রাজৈরে কেউ মাদক ব্যবসা করতে পারবে না। মাদক ব্যবসা করলে সে রাজৈর ছাড়বে এরকম আমরা আগেই সবাইকে হুসিয়ার করেছি, তারা আমাদের হুশিয়ার শুনেনি ।মো গাউস খন্দকারকে গ্রেপতার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে মাদক আইন ৩৬/১৬ র ১০ এর ক ধারায় একটি মামলা হয়েছে।তাকে আজ সোমবার জেল হাজতে প্রেরন করে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















