বিলাইছড়িতে ভালনার্যাবল ওমেন ভেনিফিয়াসিয়ারিস(VWB) চাল পেল ৬২৫ জন মহিলা (পরিবার)। বৃহস্পতিবার, ৯ ই মার্চ সকাল ১০ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে, উপজেলা মহিলা বিষয় অধিদপ্তরে সহযোগিতায়, ইউনিয়ন পরিষদ- এর মাধ্যমে তপন কুমার চাকমা দোকান ঘাট হতে এইসব চাউল বিতরণ করা হয়েছে। প্রত্যেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি ২ মাসের ৬০ কেজি করে দেওয়া হয়েছে বলে জানা যায়।
পুষ্টি চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশান চাকমা (অঃ দাঃ), সংরক্ষিত মহিলা মেম্বার রিতা চাকমা, বলাকা রানী চাকমা, রানী বালা তঞ্চঙ্গ্যা। ওয়ার্ড মেম্বার ওমর ফারুক, জ্যোতিময় চাকমা(চান্দু), নন্দ লাল চাকমা, বাবুলাল তঞ্চঙ্গ্যা, শুক্রসেন তঞ্চঙ্গ্যা, সমীর কান্তি তঞ্চঙ্গ্যা এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক মোঃ আনিসুজ্জামান জামান।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















