চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা এলাকায় প্রবাসী মনছুর আলীকে হত্যার ঘটনায় জড়িত প্রধান ভাড়াটে খুনি আইয়ুব আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি একই ইউনিয়নের পহরচাঁন্দা পশ্চিম পাড়া মাহামুদুর রহমান (প্রকাশ কালা ধন) এর পুত্র।
শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে পুলিশের একটি টিম বান্দরবানের লামা থানাধীন সরই ইউনিয়নের দূর্গম পাহাড়ী এলাকা হতে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
পুলিশ জানায়, প্রবাসী মনছুর আলী বিদেশে থেকে দেশে আসলে তার শাশুড়ি ছায়েরা খাতুনসহ শশুর বাড়ির লোকজন মনছুর আলীকে খুন করার জন্য লাখ টাকার বিনিময়ে খুনি আইয়ুব আলীকে ভাড়া করে। সে অনুযায়ী
আইয়ুব আলী অপর তিন জনকে ভাড়া করে গত ১ মার্চ প্রবাসী মনসুর আলীকে পুটিবিলা ইউনিয়নের ফকিরহাট এলাকা হতে অপহরণ করে তার শশুর বাড়ীর পাশে পাহাড়ি এলাকায় নিয়ে খুন করে মাটি চাপা দিয়ে রাখে। এ ঘটনায় তার শাশুড়িকে আটকের পর আদালতে জবানবন্দিতে এসব তথ্য স্বীকার করেন। তার শাশুড়ির জবানবন্দি মতে মনচুর আলীকে খুনের মূল পরিকল্পনাকারী আইয়ুবকে গহীন পাহাড়ি এলাকা থেকে উল্লেখিত সময়ে আটক করা হয়।
থানার ওসি আতিকুর রহমান সাংবাদিকদের জানান, প্রবাসী মনছুর আলীকে খুন করে খুনি আইয়ুব আলী গহীন পাহাড়ে আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করি। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















