আমেরিকায় নায়ক ইমনের জন্মদিন উদযাপন করেছেন অভিনেতা টনিডায়েসের ন্ত্রী প্রিয়া ডায়েস। প্রিয়া ডায়েস তার ফেসবুকে ২টি ছবি পোস্ট করে লিখেছেন ‘হ্যাপি বার্থডে সুদর্শন নায়ক, আপনা সুদিন কামনা করছি।’
মামনুন হাসান ইমন এর জন্ম ২৮ মে ১৯৮৩। ইমন তার কর্মজীবন শুরু করেন তৌকির আহমেদ পরিচালিত ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।
ইমন অভিনীত ২০১০ সালের গহিনে শব্দ ছবিতে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেন। যেমন: ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল, এবং সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভাল। এছাড়াও তিনি লালটিপ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত এবং আলোচিত হয়েছেন। ২০১৩ সালে বাংলাভিশন এর জন্য নির্মিত একটি রোমাঞ্চর গল্পের ভিত্তিতে তৈরী “ভ্যালেন্টাইন” শিরোনামের একটি নাটক এর শুটিং কাতারে অনুষ্ঠিত হয়। নাটকটিতে ইমন ছাড়া আরও অভিনয় করেছেন সারিকা, শাহনুর। এটি হল ইমন এবং সারিকার জুটির প্রথম নাটক। নাটকটি দিয়ে ব্যপক আলোচনায় আসে জনপ্রিয় এই নায়ক। ইমন বেশ বয়েদিন যাবত আমেরিকা কাটাচ্ছেন।
















