ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সাল থেকে ২০২৩ পর্যন্ত টানা ১৫ বার আর মোট ২৫ বারের মতো বাজেট উত্থাপন করতে যাচ্ছে । ১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু নেতৃত্বাধীন সরকারের ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। আর ২০২৩ সালে শেখ হাসিনা সরকারের ৭ লাখ ৬১ হাজার ৯৯১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাজেটের আকার ছাড়িয়েছে লাখ কোটি টাকার গণ্ডি। আর এবার বাজেটের আকার ছাড়িয়ে যাচ্ছে ৭ লাখ কোটি টাকা।
টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) টানা ১৫ বারের মতো দেশের উন্নয়ন-অগ্রগতির বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরতে যাচ্ছে।
২০০৯ সালে মহাজোট ক্ষমতায় এলে ২০০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো এক লাখ কোটি টাকা ছাড়ায় বাজেটের আকার। মাত্র ১৩ বছরের মাথায় এসে এবার সেই বাজেটের আকার ছাড়াচ্ছে ৭ লাখ কোটি টাকার গণ্ডি।
নবম জাতীয় সংসদের শেষ বাজেট ২০১৩-১৪ অর্থবছরেই ২ লাখ ২২ হাজার কোটি টাকা ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। ২০১৪ সালে টানা দ্বিতীয় দফায় আওয়ামী লীগ সরকার গঠন করে, ২০১৪-১৫ অর্থবছরের জন্য আড়াই লাখ কোটি টাকার ওপরে বাজেট প্রস্তাব করা হয়।
২০১৫-১৬ অর্থবছরের ২ লাখ ৯৫ হাজার কোটি টাকার বাজেটে প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ছিটমহলবাসীর জন্য বরাদ্দ রাখা হয়। প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্লোগানে ৩ লাখ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয় ২০১৬-১৭ অর্থবছরে।
বর্তমান ক্ষমতাসীন দলটি গত মেয়াদের শেষ অর্থবছর ২০১৮-১৯-এ ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট দেয়। বলা হয় সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ।
টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ২০১৯-২০ অর্থবছরে দেওয়া বাজেট ছাড়িয়ে যায় ৫ লাখ কোটি টাকার গণ্ডি। ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ছিল। সংশোধনে তা ৫ লাখ ৩৮ হাজার ৯৮০ কোটি টাকায় নেমে এসেছিল।
২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ শতাংশ বেশি করে ছয় লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হয়েছিল জাতীয় সংসদে। সেই ধারাবাহিকতা রেখে বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেটের (২০২৩-২৪ অর্থবছর) আকার হতে যাচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৯৯১ কোটি টাকা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















