সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩২৭ জনের মৃত্যু হলো। তাঁদের বেশির ভাগেরই মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে।
আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৬ জুলাইয়েও এক দিনে এভাবে ১৪ জনের মৃত্যু হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ভেতরে ১০ জন এবং ঢাকার বাইরে ৪ জন। চলতি বছর এই রোগে ঢাকার হাসপাতালগুলোতে ২৫৮ জন এবং ঢাকার বাইরে ৬৯ জন মারা গেছেন।
আগস্ট মাসের প্রথম ৭ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৭৬ জন। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬৫১ জন।
তবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে, গত জুলাইয়ে ২০৪ জনের। সেই মাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৮৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬৯ হাজার ৪৮৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৭২০ জন এবং ঢাকার বাইরে ৩২ হাজার ৭৬৩ জন। সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৫৭২ জন।
রক্তের তারল্য ঠিক রাখতে ও রক্তচাপ স্থিতিশীল রাখতে ডেঙ্গু রোগীকে স্যালাইন দিতে হয়। রাজধানীতে ডেঙ্গু রোগী বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে স্যালাইনের চাহিদা। কিন্তু বাজারে চাহিদার তুলনায় নেই সরবরাহ। গতকাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে
এদিকে ঢাকা মহানগরের বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বেশি। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫১ জন। তাঁদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩২ জন।
এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।
























