০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

সৌমিক-তাসনুভা তিশার ইউটিউবে নতুন নাটক

‘গানচিল ড্রামা এবং সিনেমা’য় টেলিভিশনে নিয়মিত কাজ করা তরুণ শিল্পী সৌমিক আহমেদ ও তাসনুভা তিশার নতুন নাটক ‘অপেক্ষা’ আসছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউটিউবে অবমুক্ত করা হবে ‘অপেক্ষা’।

ইউটিউবকে গুরুত্ব দিয়ে অনেক আগে সিরিজ ও নাটক নির্মাণ শুরু হয়েছে। এবার সে দলে যোগ দিলো প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল।

‘অপেক্ষা’ নাটকটি পরিচালনা করেছেন পার্থ পলিনিউজ ফলিয়া আর গল্প লিখেছেন ওয়ারিশ আসাদ নাফি।

‘অপেক্ষা’তে থাকছে নতুন গান ‘ভাল্লাগে না’। একই সময়ে এটি প্রকাশ করা হবে ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেলে। এতে কণ্ঠ দিয়েছেন ভারতের মুম্বাইয়ের শিল্পী রিংগো বসু। কথা লিখেছেন ও সুর করেছেন গালিব সর্দার। সংগীতায়োজনে পাভেল রফিক।

নাটক ও গান সম্পর্কে সৌমিক আহমেদ বলেন, ‘দুর্দান্ত গল্পের একটি নাটক এটি। আর সেই গল্পের সঙ্গে গানের মিলটা দারুণ হয়েছে। আশা করি, যারা দেখবেন সবার ভালো লাগবে।’

এরআগে, বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, আগামীকাল (২৪ মে) বিকাল চারটায় ‘অপেক্ষা’ ইউটিউবে অবমুক্ত করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র মোড়ক উন্মোচন

সৌমিক-তাসনুভা তিশার ইউটিউবে নতুন নাটক

প্রকাশিত : ১২:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮

‘গানচিল ড্রামা এবং সিনেমা’য় টেলিভিশনে নিয়মিত কাজ করা তরুণ শিল্পী সৌমিক আহমেদ ও তাসনুভা তিশার নতুন নাটক ‘অপেক্ষা’ আসছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউটিউবে অবমুক্ত করা হবে ‘অপেক্ষা’।

ইউটিউবকে গুরুত্ব দিয়ে অনেক আগে সিরিজ ও নাটক নির্মাণ শুরু হয়েছে। এবার সে দলে যোগ দিলো প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল।

‘অপেক্ষা’ নাটকটি পরিচালনা করেছেন পার্থ পলিনিউজ ফলিয়া আর গল্প লিখেছেন ওয়ারিশ আসাদ নাফি।

‘অপেক্ষা’তে থাকছে নতুন গান ‘ভাল্লাগে না’। একই সময়ে এটি প্রকাশ করা হবে ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেলে। এতে কণ্ঠ দিয়েছেন ভারতের মুম্বাইয়ের শিল্পী রিংগো বসু। কথা লিখেছেন ও সুর করেছেন গালিব সর্দার। সংগীতায়োজনে পাভেল রফিক।

নাটক ও গান সম্পর্কে সৌমিক আহমেদ বলেন, ‘দুর্দান্ত গল্পের একটি নাটক এটি। আর সেই গল্পের সঙ্গে গানের মিলটা দারুণ হয়েছে। আশা করি, যারা দেখবেন সবার ভালো লাগবে।’

এরআগে, বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, আগামীকাল (২৪ মে) বিকাল চারটায় ‘অপেক্ষা’ ইউটিউবে অবমুক্ত করা হবে।