০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ওমরাহ হজ পালনে সৌদি বলিউডের আইটেম গার্ল রাখি সায়ন্ত

নানা বিতর্কের মধ্যেই পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেলেন বলিউডের আলোচিত আইটেম গার্ল রাখি সায়ন্ত। গত শুক্রবার সৌদি আরবের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই অভিনেত্রী। রাখি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, বিমানে বসে আছেন রাখি। তার পরনে বোরখা ও হিজাব। বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেয়ার অভিযোগে স্বামী আদিল দুররানির নামে মামলা করেছেন এই আইটেম-কন্যা। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করে পুলিশ।

কয়েক মাস কারাবাসের পর ছাড়া পেয়েছেন আদিল। জেল থেকে বের হয়েই রাখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আদিল। তার মতে, রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। সুতরাং সে কখনো মা হতে পারবে না।

এমন মন্তব্য করার পর চিকিৎসকের শরণাপন্ন হয়ে রাখি প্রমাণ করেন, আদিল মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এরপর রাখি দাবি করেন, আমার নগ্ন ভিডিও দুবাইয়ে ৪৭ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬২ লাখ টাকার বেশি) বিক্রি করেছে আদিল। এসব বিষয় নিয়ে মিডিয়া পাড়ার বাতাসে জোর চর্চা চলছে। তবে সব বিতর্ক পেছনে ফেলে ওমরাহ করতে সৌদি আরবে উড়ে গেলেন রাখি। এ সময় তিনি বলেন, আমি খুব আনন্দিত। প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন; আমিও আপনাদের জন্য দোয়া করবো।
গত বছর আদিল দুররানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি। নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সায়ন্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেলে থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

বিজনেস বাংলাদেশ/bh

জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ওমরাহ হজ পালনে সৌদি বলিউডের আইটেম গার্ল রাখি সায়ন্ত

প্রকাশিত : ০৪:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

নানা বিতর্কের মধ্যেই পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেলেন বলিউডের আলোচিত আইটেম গার্ল রাখি সায়ন্ত। গত শুক্রবার সৌদি আরবের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই অভিনেত্রী। রাখি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, বিমানে বসে আছেন রাখি। তার পরনে বোরখা ও হিজাব। বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেয়ার অভিযোগে স্বামী আদিল দুররানির নামে মামলা করেছেন এই আইটেম-কন্যা। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করে পুলিশ।

কয়েক মাস কারাবাসের পর ছাড়া পেয়েছেন আদিল। জেল থেকে বের হয়েই রাখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আদিল। তার মতে, রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। সুতরাং সে কখনো মা হতে পারবে না।

এমন মন্তব্য করার পর চিকিৎসকের শরণাপন্ন হয়ে রাখি প্রমাণ করেন, আদিল মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এরপর রাখি দাবি করেন, আমার নগ্ন ভিডিও দুবাইয়ে ৪৭ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬২ লাখ টাকার বেশি) বিক্রি করেছে আদিল। এসব বিষয় নিয়ে মিডিয়া পাড়ার বাতাসে জোর চর্চা চলছে। তবে সব বিতর্ক পেছনে ফেলে ওমরাহ করতে সৌদি আরবে উড়ে গেলেন রাখি। এ সময় তিনি বলেন, আমি খুব আনন্দিত। প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন; আমিও আপনাদের জন্য দোয়া করবো।
গত বছর আদিল দুররানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি। নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সায়ন্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেলে থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

বিজনেস বাংলাদেশ/bh