০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান

চ্যানেল আই’র আয়োজনে অনুষ্ঠান শুরু হবে ২৬ আগস্ট ১০ টা থেকে। এ সময় প্রচার হবে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘কবিতা নয়, নজরুলের শ্রেষ্ঠত্ব গানে’। পরিচালনা করেছেন ইফতেখার মুনিম। এরপর ২৭ আগস্ট রাত ১টা এবং সকাল ৯:৪৫ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’।
২৭ আগস্ট সকাল ৭:৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে ‘গান দিয়ে শুরু’। অংশ নিবেন নাশিদ কামাল, ফাতেমা-তোজ জোহরা এবং খায়রুল আনাম শাকিল। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু। আমীরুল ইসলামের পরিচালনায় সকাল ১১:০৫ মিনিট প্রচার হবে ‘সরাসরি নজরুল‘। দুপুর ৩:০৫ মিনিটে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি সেরা নাচিয়ে শায়লা সাবি, ফেরদৌস জুটির ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনা করেছেন গীতালি হাসান। সন্ধ্যা ৬ টায় কেকা ফেরদৌসীর রান্নার অনুষ্ঠানে দেখা যাবে ‘নজরুলের প্রিয় খাবার‘। সন্ধ্যা ৬:২৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা,পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির আলপনা’। রাত ৮:৩০ মিনিটে প্রচার হবে ফেরদৌস আরার একক পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু।

‘গান দিয়ে শুরু’
২৭ আগস্ট সকাল ৭:৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে ‘গান দিয়ে শুরু’। অংশ নিবেন নাশিদ কামাল, ফাতেমা-তোজ জোহরা এবং খায়রুল আনাম শাকিল। চ্যানেল আইতে প্রচারিতব্য অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু।

‘প্রিয়া তুমি সুখী হও’
চ্যানেল আইতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেখানো হবে ।ে এ ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ববি, নীলিমা, জাহিদ শিকদার, আবু সাঈদ খান, সানি, বেবী, সারিকা, রাফি, স্বর্ণা প্রমুখ। সঙ্গীত পরিচালনা: বিনোদ রায়। চিত্রগ্রহণ: জেড এইচ মিন্টু, সম্পাদনা: এ. কে. আজাদ এবং নৃত্য পরিচালক রহিম রয় ও মেহরাজ হক তুষার। গীতিকার কাজী নজরুল ইসলাম, আনিস উল ইসলাম ও বিনোদ রায়। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, পারভেজ, বিজন মিস্ত্রী, স্মরণ এবং আসিফ । ছবিটি পরিাচলনা করেছেন গীতালি হাসান। প্রচার হবে ২৭ আগস্ট বিকেল ৩.০৫ মিনিটে।
চলচ্চিত্রটির কাহিনী: গৌরীপুর পরগনার জমিদার মোতাহার হোসেন চৌধুরী একজন ধর্মপ্রাণ মুসলমান। স্ত্রী নূরজাহান এক সময়কার নামকরা সঙ্গীতশিল্পী হলেও স্বামীর অবস্থানের কারণে আর গান করেন না। তাদের একমাত্র কন্যা মতিমালা অত্যন্ত আদরে লালিত, তার খেলার সাথী নায়েব কন্যা মধুবালা। প্রতিবেশি মাহফুজ মা-বাবা হারানো অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। মাহফুজও মতিমালার খেলার সাথি। কিন্তু জমিদার মোতাহার তা পছন্দ করেন না। ফলে তাদের পৃথক হতে বাধ্য করেন। কিন্তু প্রাপ্তবয়সে তাদের আবার দেখা হয়। মাহফুজ গ্রামে গ্রামে ঘুরে বাঁশি বাঁজায় ও গান করে। এদিকে মতিমালা, মাহফুজের কাছে গোপনে গান শিখছে। অন্যদিকে সুবর্ণপুর পরগনার জমিদারের পুত্র মেজবাউদ্দিনের সাথে মতিমালার বিয়ের ঠিক হয়ে গেছে…। প্রেম, ভালোবাসা, আবেগ আর বাস্তবতার কঠোর পদাঘাতে প্রিয়া তুমি সুখী হও-এর কাহিনী এগিয়ে যায়।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান

প্রকাশিত : ০৮:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

চ্যানেল আই’র আয়োজনে অনুষ্ঠান শুরু হবে ২৬ আগস্ট ১০ টা থেকে। এ সময় প্রচার হবে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘কবিতা নয়, নজরুলের শ্রেষ্ঠত্ব গানে’। পরিচালনা করেছেন ইফতেখার মুনিম। এরপর ২৭ আগস্ট রাত ১টা এবং সকাল ৯:৪৫ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’।
২৭ আগস্ট সকাল ৭:৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে ‘গান দিয়ে শুরু’। অংশ নিবেন নাশিদ কামাল, ফাতেমা-তোজ জোহরা এবং খায়রুল আনাম শাকিল। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু। আমীরুল ইসলামের পরিচালনায় সকাল ১১:০৫ মিনিট প্রচার হবে ‘সরাসরি নজরুল‘। দুপুর ৩:০৫ মিনিটে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি সেরা নাচিয়ে শায়লা সাবি, ফেরদৌস জুটির ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনা করেছেন গীতালি হাসান। সন্ধ্যা ৬ টায় কেকা ফেরদৌসীর রান্নার অনুষ্ঠানে দেখা যাবে ‘নজরুলের প্রিয় খাবার‘। সন্ধ্যা ৬:২৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা,পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির আলপনা’। রাত ৮:৩০ মিনিটে প্রচার হবে ফেরদৌস আরার একক পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু।

‘গান দিয়ে শুরু’
২৭ আগস্ট সকাল ৭:৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে ‘গান দিয়ে শুরু’। অংশ নিবেন নাশিদ কামাল, ফাতেমা-তোজ জোহরা এবং খায়রুল আনাম শাকিল। চ্যানেল আইতে প্রচারিতব্য অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু।

‘প্রিয়া তুমি সুখী হও’
চ্যানেল আইতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেখানো হবে ।ে এ ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ববি, নীলিমা, জাহিদ শিকদার, আবু সাঈদ খান, সানি, বেবী, সারিকা, রাফি, স্বর্ণা প্রমুখ। সঙ্গীত পরিচালনা: বিনোদ রায়। চিত্রগ্রহণ: জেড এইচ মিন্টু, সম্পাদনা: এ. কে. আজাদ এবং নৃত্য পরিচালক রহিম রয় ও মেহরাজ হক তুষার। গীতিকার কাজী নজরুল ইসলাম, আনিস উল ইসলাম ও বিনোদ রায়। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, পারভেজ, বিজন মিস্ত্রী, স্মরণ এবং আসিফ । ছবিটি পরিাচলনা করেছেন গীতালি হাসান। প্রচার হবে ২৭ আগস্ট বিকেল ৩.০৫ মিনিটে।
চলচ্চিত্রটির কাহিনী: গৌরীপুর পরগনার জমিদার মোতাহার হোসেন চৌধুরী একজন ধর্মপ্রাণ মুসলমান। স্ত্রী নূরজাহান এক সময়কার নামকরা সঙ্গীতশিল্পী হলেও স্বামীর অবস্থানের কারণে আর গান করেন না। তাদের একমাত্র কন্যা মতিমালা অত্যন্ত আদরে লালিত, তার খেলার সাথী নায়েব কন্যা মধুবালা। প্রতিবেশি মাহফুজ মা-বাবা হারানো অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। মাহফুজও মতিমালার খেলার সাথি। কিন্তু জমিদার মোতাহার তা পছন্দ করেন না। ফলে তাদের পৃথক হতে বাধ্য করেন। কিন্তু প্রাপ্তবয়সে তাদের আবার দেখা হয়। মাহফুজ গ্রামে গ্রামে ঘুরে বাঁশি বাঁজায় ও গান করে। এদিকে মতিমালা, মাহফুজের কাছে গোপনে গান শিখছে। অন্যদিকে সুবর্ণপুর পরগনার জমিদারের পুত্র মেজবাউদ্দিনের সাথে মতিমালার বিয়ের ঠিক হয়ে গেছে…। প্রেম, ভালোবাসা, আবেগ আর বাস্তবতার কঠোর পদাঘাতে প্রিয়া তুমি সুখী হও-এর কাহিনী এগিয়ে যায়।

বিজনেস বাংলাদেশ/bh