০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ৫ম বর্ষ সেরা হয়েছে সিলেটের সামিরা

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৫ম বর্ষের মহোৎসবের পর্দা নামলো। জমকালো এই অনুষ্ঠানের মাধ্যমে পাওয়া গেল এই আসরের সেরা বাংলাবিদকে। শুক্রবার ১ সেপ্টেম্বর সন্ধ্যায় ৫ম বর্ষের মহোৎসব বসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, ৫ম বর্ষের বিজয়ীর হয়েছে সিলেটের মেয়ে সামিরা মুকিত চৌধুরী। সে পেয়েছে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেই পুরস্কারটি অর্জন করে। এ আসরে দ্বিতীয় ও তৃতীয় সেরা বাংলাবিদ হয়েছে ময়মনসিংহের মেয়ে অনুশ্রী বণিক ও ঢাকার মেয়ে মনামী জামান। তাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে যথাক্রমে তিন ও দুই লক্ষ টাকার মেধাবৃত্তি। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শুভেচ্ছা বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘সবদিকে বাংলাবিদদের জয়জয়কার। আমি তাদের নিয়ে কিছু অনুষ্ঠান করেছি। আমি অভাক হয়েছি তাদের জ্ঞান দেখে। বিজয়ীদের আগাম অভিনন্দন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ইস্পাহানি টি লি. এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, পরিচালক জাহিদা ইস্পাহানি ও এমাদ ইস্পাহানি এবং মহাব্যবস্থাপক ওমর হান্নান। উপস্থিত ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন। অনুষ্ঠানে আবৃত্তি করেছেন আফজাল হোসেন, গান করেছেন সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবী। শাম্মী আকতারের একটি গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন মেহজাবিন চৌধুরী।
শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, উচ্চারণ ও ব্যাকরণ প্রয়োগে উদ্বুদ্ধ করতে এই রিয়েলিটি শো আয়োজন করে আসছে চ্যানেল আই ও ইস্পাহানি। এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং ত্রপা মজুমদার। মহোৎসবের চূড়ান্ত পর্বে অতিথি বিচারক হিসেবে অংশ নেন আফজাল হোসেন। পঞ্চম বর্ষের শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য চূড়ান্ত লড়াইয়ে লড়েছে দেশসেরা ছয় বাংলাবিদ। তারা হলো ঢাকার মনামী জামান ও এস এম রাইয়ান তাওসীফ, ময়মনসিংহের অনুশ্রী বণিক ও সাদাত আশরাফী নাইব, সিলেটের সামিরা মুকিত চৌধুরী এবং রাজশাহীর দীপায়ন সরকার। বিজয়ীরাসহ মহোৎসবে অংশ নেওয়া অন্য ১০ জনের প্রত্যাকে পেয়েছে একটি করে ল্যাপটপ ও ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকার বই ও আলমারি। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অতিথি বিচারক হিসেবে বিভিন্ন অঙ্গণের খ্যাতিমানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন খায়রুল বাশার এবং পরিচালনা করেছেন তাহের শিপন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ৫ম বর্ষ সেরা হয়েছে সিলেটের সামিরা

প্রকাশিত : ০৪:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৫ম বর্ষের মহোৎসবের পর্দা নামলো। জমকালো এই অনুষ্ঠানের মাধ্যমে পাওয়া গেল এই আসরের সেরা বাংলাবিদকে। শুক্রবার ১ সেপ্টেম্বর সন্ধ্যায় ৫ম বর্ষের মহোৎসব বসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, ৫ম বর্ষের বিজয়ীর হয়েছে সিলেটের মেয়ে সামিরা মুকিত চৌধুরী। সে পেয়েছে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেই পুরস্কারটি অর্জন করে। এ আসরে দ্বিতীয় ও তৃতীয় সেরা বাংলাবিদ হয়েছে ময়মনসিংহের মেয়ে অনুশ্রী বণিক ও ঢাকার মেয়ে মনামী জামান। তাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে যথাক্রমে তিন ও দুই লক্ষ টাকার মেধাবৃত্তি। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শুভেচ্ছা বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘সবদিকে বাংলাবিদদের জয়জয়কার। আমি তাদের নিয়ে কিছু অনুষ্ঠান করেছি। আমি অভাক হয়েছি তাদের জ্ঞান দেখে। বিজয়ীদের আগাম অভিনন্দন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ইস্পাহানি টি লি. এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, পরিচালক জাহিদা ইস্পাহানি ও এমাদ ইস্পাহানি এবং মহাব্যবস্থাপক ওমর হান্নান। উপস্থিত ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন। অনুষ্ঠানে আবৃত্তি করেছেন আফজাল হোসেন, গান করেছেন সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবী। শাম্মী আকতারের একটি গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন মেহজাবিন চৌধুরী।
শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, উচ্চারণ ও ব্যাকরণ প্রয়োগে উদ্বুদ্ধ করতে এই রিয়েলিটি শো আয়োজন করে আসছে চ্যানেল আই ও ইস্পাহানি। এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং ত্রপা মজুমদার। মহোৎসবের চূড়ান্ত পর্বে অতিথি বিচারক হিসেবে অংশ নেন আফজাল হোসেন। পঞ্চম বর্ষের শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য চূড়ান্ত লড়াইয়ে লড়েছে দেশসেরা ছয় বাংলাবিদ। তারা হলো ঢাকার মনামী জামান ও এস এম রাইয়ান তাওসীফ, ময়মনসিংহের অনুশ্রী বণিক ও সাদাত আশরাফী নাইব, সিলেটের সামিরা মুকিত চৌধুরী এবং রাজশাহীর দীপায়ন সরকার। বিজয়ীরাসহ মহোৎসবে অংশ নেওয়া অন্য ১০ জনের প্রত্যাকে পেয়েছে একটি করে ল্যাপটপ ও ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকার বই ও আলমারি। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অতিথি বিচারক হিসেবে বিভিন্ন অঙ্গণের খ্যাতিমানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন খায়রুল বাশার এবং পরিচালনা করেছেন তাহের শিপন।

বিজনেস বাংলাদেশ/bh