০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

জিততে বাংলাদেশের চাই ২৫৮ রান

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৭/৮ (রাজিথা ১*, সাদিরা ৯৩, ঠিকশানা ২, দুনিথ ৩, শানাকা ২৪, ধনঞ্জয়া ৬, আসালাঙ্কা ১০, মেন্ডিস ৫০, নিসাঙ্কা ৪০, করুনারত্নে ১৮)

সেঞ্চুরি করতে শেষ ওভারে সাদিরা সামারাবিক্রমাকে করতে হতো ১৭ রান। তৃতীয় বলে স্ট্রাইকে গিয়ে প্রত্যাশিতভাবে আগ্রাসী হয়ে ওঠেন তিনি।তাসকিন আহমেদের ওপর চড়াও হয়ে টানা চার ও ছয়ও মারেন। পঞ্চম বলে টাইমিংয়ে গড়বড় করে রান নিতে পারেননি। শেষ বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের ক্যাচ হন তিনি। ৭২ বলে ৮ চার ও ২ ছয়ে ৯৩ রানে অপরাজিত ছিলেন সাদিরা। তার শেষ দিকের ঝড়ে আড়াইশ পার করা নিয়ে শঙ্কায় থাকা শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৫৭ রান করে।

এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে করতে হবে ২৫৮ রান। বল হাতে তাসকিন ও হাসান মাহমুদ তিনটি করে উইকেট নিয়েছেন। মাঝের দিকে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসকে ফিরিয়ে শরিফুল ইসলাম দারুণ ব্রেক থ্রু আনেন। বোলাররা মোটামুটি সফল, এবার ব্যাটারদের দায়িত্ব।

শেষ ওভারে তাসকিনের দ্বিতীয় উইকেট

ইনিংসের শেষ ওভারে বল হাতে নিয়ে দ্বিতীয়বার সাফল্য পেলেন তাসকিন আহমেদ। তার বলে মাহিশ ঠিকশানা কট বিহাইন্ড হন। ২৪৬ রানে অষ্টম উইকেট গেলো শ্রীলঙ্কার।

পা দিয়ে রান আউট করলেন হাসান

হাত দিয়ে বল থ্রো করে নয়, পা দিয়ে রান আউট করলেন হাসান মাহমুদ। নন স্ট্রাইকে থাকা দুনিথ ভেল্লালাগে স্ট্রাইকিং প্রান্তে পৌঁছানোর আগেই পায়ের আলতো টোকায় স্টাম্প ভেঙে দেন।

সাদিরা সামারাবিক্রমা হাসানের ইযর্কার সামলাতে পারেননি। তার পায়ের পাতায় বল আঘাত করে, লেগ বাই নিতে চেয়েছিলেন তিনি। তবে হাসানের দারুণ দক্ষতায় খেসারত দিতে হলো উইকেট হারিয়ে। ২৪৩ রানে ৭ উইকেট হারালো শ্রীলঙ্কা।

হাসানের বলে প্যাভিলিয়নে শ্রীলঙ্কার অধিনায়ক

সাদিরা সামারাবিক্রমা ও দাসুন শানাকার ব্যাটে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় সেরা জুটির দেখা পায়। ৬০ রানে তাদের বিচ্ছিন্ন করলেন হাসান মাহমুদ। ৩২ বলে ২৪ রানে থামেন শানাকা। অধিনায়ককে বোল্ড করেন হাসান। ২২৪ রানে ষষ্ঠ উইকেট হারালো শ্রীলঙ্কা। ৪৭ ওভারে ৬ উইকেটেতাদের রান ২২৬।

সাদিরার হাফ সেঞ্চুরি

১৬৫ রানে পঞ্চম ব্যাটারকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেন হাসান মাহমুদ। তবে সাদিরা সামারাবিক্রমা সেট হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার সঙ্গে অধিনায়ক দাসুন শানাকা প্রতিরোধ গড়েছেন। ৪৩ ওভারে ৫ উইকেটে স্বাগতিকদের রান ২০২।

ধনঞ্জয়াকে থামালেন হাসান

নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে চাপে রেখেছে বাংলাদেশ। হাসান মাহমুদের বল ব্যাকফুটে খেলতে গিয়ে ধনঞ্জয়া ডি সিলভা কট বিহাইন্ড হন। দলীয় ১৬৫ রানে মুশফিকুর রহিম তার ক্যাচ নেন। ১৬ বলে ৬ রান করেন ধনঞ্জয়া। ৩৮ ওভারে ৫ উইকেটে ১৭১ রান শ্রীলঙ্কার।

তাসকিনের শিকার আসালাঙ্কা

শরিফুল ইসলামের জোড়া সাফল্যের পর তাসকিন আহমেদও পেলেন উইকেটের দেখা। বাংলাদেশি পেসারের স্লোয়ার ডেলিভারিতে মিড অনে বল উড়ান চারিথ আসালাঙ্কা। কিন্তু সাকিব আল হাসান দৌড়ে এসে স্লাইড করে নিচু ক্যাচ ধরেন। ২৩ বলে ১ চারে ১০ রান করেন লঙ্কান ব্যাটার। ৩৬ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিলো বাংলাদেশ। শ্রীলঙ্কার রান ৩২ ওভারে ৪ উইকেটে ১৪৪।

নিসাঙ্কার পর মেন্ডিসকেও প্যাভিলিয়নে পাঠালেন শরিফুল

শরিফুল ইসলাম তার চতুর্থ ওভারে ভেঙে দিলেন বাংলাদেশের জন্য অস্বস্তি তৈরি করা শ্রীলঙ্কার জুটি। পাথুম নিসাঙ্কাকে এলবিডব্লিউ করেন তিনি। রিভিউ নিয়েও লঙ্কান ব্যাটার সিদ্ধান্ত পাল্টাতে পারেননি। ৬০ বলে ৫ চারে ৪০ রান করেন নিসাঙ্কা। ভেঙে যায় কুশল মেন্ডিসের সঙ্গে তার ৭৪ রানের জুটি। বাংলাদেশি পেসার তার পরের ওভারে মেন্ডিসকেও প্যাভিলিয়নের পথ দেখান। পরের ওভারে তার বলেই চার মেরে হাফ সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার ব্যাটার। তিন বল পর তার ডেলিভারিতে থার্ড ম্যানে তাসকিন আহমেদের সহজ ক্যাচ হন মেন্ডিস, করেন ৭৩ বলে চার ৪ ও ১ ছয়ে ৫০ রান।

মেন্ডিসের ক্যাচকে ছক্কা বানালেন শামীম

২২তম ওভারে শরিফুলের বলে পুল করেছিলেন কুশল মেন্ডিস। বল ডিপ স্কয়ার লেগে ক্যাচ গিয়েছিল ঠিকই। কিন্তু শামীম সেটি হাতে তো নিতেই পারেননি। উল্টো হাতে লেগে সেটি ছক্কায় পরিণত হয়েছে। তাতে এই ওভারেই দলীয় স্কোর শত রান ছাড়ায় শ্রীলঙ্কার।

নিসাঙ্কার ক্যাচ মিসের পর লঙ্কান জুটির পঞ্চাশ

৩৪ রানে পড়েছে লঙ্কানদের প্রথম উইকেট। তার পর আর লঙ্কানদের উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। নিসাঙ্কা-মেন্ডিসের ব্যাট-ই ভরসা দিচ্ছে তাদের। ১৮.২ ওভারে হাসানের বলে উইকেটের পেছনে নিসাঙ্কার ক্যাচ গেলেও সেটি গ্লাভসে রাখতে পারেননি মুশফিক। তখন নিসাঙ্কা ৩৬ রানে ব্যাট করছিলেন। এক বল পর অবশ্য পঞ্চাশ পূরণ করে এই জুটি।

পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ৫১

৩৪ রানের ওপেনিং জুটি ভেঙেছেন হাসান। তার পর মেন্ডিসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন নিসাঙ্কা। দু’জনের ব্যাটে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ৫১ রান তুলেছে। অষ্টম ওভারে হাসান মাহমুদ দুটি বাউন্ডারি খাওয়ার পর নবম ওভারেই আক্রমণে আসেন সাকিব। লক্ষ্য ছিল রানের রাশ টেনে ধরা। পরের ওভারে আসেন নাসুম। তাতে সাফল্যও মেলে। পাওয়ার প্লের শেষ দুই ওভারে মাত্র চার রান দিয়েছেন তারা।

করুনারত্নেকে ফেরালেন হাসান মাহমুদ

দেখে শুনেই খেলছিলেন লঙ্কান দুই ওপেনার। করুনারত্নে একটু সময় নিয়ে ব্যাট চালানো শুরু করেছিলেন। ষষ্ঠ ওভারে এসে আরও বেশি আগ্রাসী হওয়ার চেষ্টা করেন তিনি। হাসান মাহমুদের বলে টানা দুই চারে আত্মবিশ্বাসী সূচনার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু তৃতীয় বলে লঙ্কান ওপেনারকে গ্লাভসবন্দি করিয়েছেন হাসান। তার ব্যাক অব লেন্থের বলটা অনেক সু্ং করেছিল। বামহাতি ব্যাটার ডিফেন্ড করতে গিয়ে পরাস্ত হন পুরোপুরি। বল তার ব্যাটে এজ হয়ে জমা পড়ে মুশফিকের গ্লাভসে। ফেরার আগে ১৭ বলে ১৮ রান করেন করুনারত্নে।

শুরুতে রিভিউ নিয়ে রক্ষা পেলেন লঙ্কান ওপেনার

প্রথম ওভারে তাসকিনের চতুর্থ বলে এলবিডাব্লিউ হয়েছিলেন ওপেনার নিসাঙ্কা। আম্পায়ার আঙুলও তুলেছিলেন। কিন্তু সংশয় থাকায় রিভিউ নেন লঙ্কান ওপেনার। তাতে রক্ষা পেয়েছেন তিনি। রিপ্লেতে দেখা গেছে, বল উইকেট মিস করেছে।

শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে আজ সুপার ফোরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। কলম্বোয় টস জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ দলে পরিবর্তন এনেছে একটি। আফিফ হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন নাসুম আহমেদ।

শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা অবশ্য বলেছেন, টস জিতলে তিনি ব্যাটিং-ই নিতেন। তিনি বলেছেন, পিচটা ব্যাটিং ট্র্যাক। পরে আলোর নিচে বলে কিছুটা মুভমেন্টও আসবে। সন্ধ্যায় টার্নও প্রত্যাশা করছেন তিনি।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা।

আজ বাংলাদেশকে জিততেই হবে

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হলে বাংলাদেশের আজ ছিটকে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হেরেছিল। ব্যাটিং ব্যর্থতার ম্যাচে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। ১৬৪ রানে অলআউট হওয়ার পর অনায়াসেই ম্যাচ জেতে লঙ্কানরা। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ছিল একই পরিণতি। বাংলাদেশ ১৯৩ রানে অলআউট হলে জবাবে পাকিস্তান ম্যাচ জিতে নেয় ৭ উইকেটের ব্যবধানে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জিততে বাংলাদেশের চাই ২৫৮ রান

প্রকাশিত : ০৭:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৭/৮ (রাজিথা ১*, সাদিরা ৯৩, ঠিকশানা ২, দুনিথ ৩, শানাকা ২৪, ধনঞ্জয়া ৬, আসালাঙ্কা ১০, মেন্ডিস ৫০, নিসাঙ্কা ৪০, করুনারত্নে ১৮)

সেঞ্চুরি করতে শেষ ওভারে সাদিরা সামারাবিক্রমাকে করতে হতো ১৭ রান। তৃতীয় বলে স্ট্রাইকে গিয়ে প্রত্যাশিতভাবে আগ্রাসী হয়ে ওঠেন তিনি।তাসকিন আহমেদের ওপর চড়াও হয়ে টানা চার ও ছয়ও মারেন। পঞ্চম বলে টাইমিংয়ে গড়বড় করে রান নিতে পারেননি। শেষ বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের ক্যাচ হন তিনি। ৭২ বলে ৮ চার ও ২ ছয়ে ৯৩ রানে অপরাজিত ছিলেন সাদিরা। তার শেষ দিকের ঝড়ে আড়াইশ পার করা নিয়ে শঙ্কায় থাকা শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৫৭ রান করে।

এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে করতে হবে ২৫৮ রান। বল হাতে তাসকিন ও হাসান মাহমুদ তিনটি করে উইকেট নিয়েছেন। মাঝের দিকে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসকে ফিরিয়ে শরিফুল ইসলাম দারুণ ব্রেক থ্রু আনেন। বোলাররা মোটামুটি সফল, এবার ব্যাটারদের দায়িত্ব।

শেষ ওভারে তাসকিনের দ্বিতীয় উইকেট

ইনিংসের শেষ ওভারে বল হাতে নিয়ে দ্বিতীয়বার সাফল্য পেলেন তাসকিন আহমেদ। তার বলে মাহিশ ঠিকশানা কট বিহাইন্ড হন। ২৪৬ রানে অষ্টম উইকেট গেলো শ্রীলঙ্কার।

পা দিয়ে রান আউট করলেন হাসান

হাত দিয়ে বল থ্রো করে নয়, পা দিয়ে রান আউট করলেন হাসান মাহমুদ। নন স্ট্রাইকে থাকা দুনিথ ভেল্লালাগে স্ট্রাইকিং প্রান্তে পৌঁছানোর আগেই পায়ের আলতো টোকায় স্টাম্প ভেঙে দেন।

সাদিরা সামারাবিক্রমা হাসানের ইযর্কার সামলাতে পারেননি। তার পায়ের পাতায় বল আঘাত করে, লেগ বাই নিতে চেয়েছিলেন তিনি। তবে হাসানের দারুণ দক্ষতায় খেসারত দিতে হলো উইকেট হারিয়ে। ২৪৩ রানে ৭ উইকেট হারালো শ্রীলঙ্কা।

হাসানের বলে প্যাভিলিয়নে শ্রীলঙ্কার অধিনায়ক

সাদিরা সামারাবিক্রমা ও দাসুন শানাকার ব্যাটে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় সেরা জুটির দেখা পায়। ৬০ রানে তাদের বিচ্ছিন্ন করলেন হাসান মাহমুদ। ৩২ বলে ২৪ রানে থামেন শানাকা। অধিনায়ককে বোল্ড করেন হাসান। ২২৪ রানে ষষ্ঠ উইকেট হারালো শ্রীলঙ্কা। ৪৭ ওভারে ৬ উইকেটেতাদের রান ২২৬।

সাদিরার হাফ সেঞ্চুরি

১৬৫ রানে পঞ্চম ব্যাটারকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেন হাসান মাহমুদ। তবে সাদিরা সামারাবিক্রমা সেট হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার সঙ্গে অধিনায়ক দাসুন শানাকা প্রতিরোধ গড়েছেন। ৪৩ ওভারে ৫ উইকেটে স্বাগতিকদের রান ২০২।

ধনঞ্জয়াকে থামালেন হাসান

নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে চাপে রেখেছে বাংলাদেশ। হাসান মাহমুদের বল ব্যাকফুটে খেলতে গিয়ে ধনঞ্জয়া ডি সিলভা কট বিহাইন্ড হন। দলীয় ১৬৫ রানে মুশফিকুর রহিম তার ক্যাচ নেন। ১৬ বলে ৬ রান করেন ধনঞ্জয়া। ৩৮ ওভারে ৫ উইকেটে ১৭১ রান শ্রীলঙ্কার।

তাসকিনের শিকার আসালাঙ্কা

শরিফুল ইসলামের জোড়া সাফল্যের পর তাসকিন আহমেদও পেলেন উইকেটের দেখা। বাংলাদেশি পেসারের স্লোয়ার ডেলিভারিতে মিড অনে বল উড়ান চারিথ আসালাঙ্কা। কিন্তু সাকিব আল হাসান দৌড়ে এসে স্লাইড করে নিচু ক্যাচ ধরেন। ২৩ বলে ১ চারে ১০ রান করেন লঙ্কান ব্যাটার। ৩৬ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিলো বাংলাদেশ। শ্রীলঙ্কার রান ৩২ ওভারে ৪ উইকেটে ১৪৪।

নিসাঙ্কার পর মেন্ডিসকেও প্যাভিলিয়নে পাঠালেন শরিফুল

শরিফুল ইসলাম তার চতুর্থ ওভারে ভেঙে দিলেন বাংলাদেশের জন্য অস্বস্তি তৈরি করা শ্রীলঙ্কার জুটি। পাথুম নিসাঙ্কাকে এলবিডব্লিউ করেন তিনি। রিভিউ নিয়েও লঙ্কান ব্যাটার সিদ্ধান্ত পাল্টাতে পারেননি। ৬০ বলে ৫ চারে ৪০ রান করেন নিসাঙ্কা। ভেঙে যায় কুশল মেন্ডিসের সঙ্গে তার ৭৪ রানের জুটি। বাংলাদেশি পেসার তার পরের ওভারে মেন্ডিসকেও প্যাভিলিয়নের পথ দেখান। পরের ওভারে তার বলেই চার মেরে হাফ সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার ব্যাটার। তিন বল পর তার ডেলিভারিতে থার্ড ম্যানে তাসকিন আহমেদের সহজ ক্যাচ হন মেন্ডিস, করেন ৭৩ বলে চার ৪ ও ১ ছয়ে ৫০ রান।

মেন্ডিসের ক্যাচকে ছক্কা বানালেন শামীম

২২তম ওভারে শরিফুলের বলে পুল করেছিলেন কুশল মেন্ডিস। বল ডিপ স্কয়ার লেগে ক্যাচ গিয়েছিল ঠিকই। কিন্তু শামীম সেটি হাতে তো নিতেই পারেননি। উল্টো হাতে লেগে সেটি ছক্কায় পরিণত হয়েছে। তাতে এই ওভারেই দলীয় স্কোর শত রান ছাড়ায় শ্রীলঙ্কার।

নিসাঙ্কার ক্যাচ মিসের পর লঙ্কান জুটির পঞ্চাশ

৩৪ রানে পড়েছে লঙ্কানদের প্রথম উইকেট। তার পর আর লঙ্কানদের উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। নিসাঙ্কা-মেন্ডিসের ব্যাট-ই ভরসা দিচ্ছে তাদের। ১৮.২ ওভারে হাসানের বলে উইকেটের পেছনে নিসাঙ্কার ক্যাচ গেলেও সেটি গ্লাভসে রাখতে পারেননি মুশফিক। তখন নিসাঙ্কা ৩৬ রানে ব্যাট করছিলেন। এক বল পর অবশ্য পঞ্চাশ পূরণ করে এই জুটি।

পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ৫১

৩৪ রানের ওপেনিং জুটি ভেঙেছেন হাসান। তার পর মেন্ডিসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন নিসাঙ্কা। দু’জনের ব্যাটে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ৫১ রান তুলেছে। অষ্টম ওভারে হাসান মাহমুদ দুটি বাউন্ডারি খাওয়ার পর নবম ওভারেই আক্রমণে আসেন সাকিব। লক্ষ্য ছিল রানের রাশ টেনে ধরা। পরের ওভারে আসেন নাসুম। তাতে সাফল্যও মেলে। পাওয়ার প্লের শেষ দুই ওভারে মাত্র চার রান দিয়েছেন তারা।

করুনারত্নেকে ফেরালেন হাসান মাহমুদ

দেখে শুনেই খেলছিলেন লঙ্কান দুই ওপেনার। করুনারত্নে একটু সময় নিয়ে ব্যাট চালানো শুরু করেছিলেন। ষষ্ঠ ওভারে এসে আরও বেশি আগ্রাসী হওয়ার চেষ্টা করেন তিনি। হাসান মাহমুদের বলে টানা দুই চারে আত্মবিশ্বাসী সূচনার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু তৃতীয় বলে লঙ্কান ওপেনারকে গ্লাভসবন্দি করিয়েছেন হাসান। তার ব্যাক অব লেন্থের বলটা অনেক সু্ং করেছিল। বামহাতি ব্যাটার ডিফেন্ড করতে গিয়ে পরাস্ত হন পুরোপুরি। বল তার ব্যাটে এজ হয়ে জমা পড়ে মুশফিকের গ্লাভসে। ফেরার আগে ১৭ বলে ১৮ রান করেন করুনারত্নে।

শুরুতে রিভিউ নিয়ে রক্ষা পেলেন লঙ্কান ওপেনার

প্রথম ওভারে তাসকিনের চতুর্থ বলে এলবিডাব্লিউ হয়েছিলেন ওপেনার নিসাঙ্কা। আম্পায়ার আঙুলও তুলেছিলেন। কিন্তু সংশয় থাকায় রিভিউ নেন লঙ্কান ওপেনার। তাতে রক্ষা পেয়েছেন তিনি। রিপ্লেতে দেখা গেছে, বল উইকেট মিস করেছে।

শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে আজ সুপার ফোরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। কলম্বোয় টস জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ দলে পরিবর্তন এনেছে একটি। আফিফ হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন নাসুম আহমেদ।

শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা অবশ্য বলেছেন, টস জিতলে তিনি ব্যাটিং-ই নিতেন। তিনি বলেছেন, পিচটা ব্যাটিং ট্র্যাক। পরে আলোর নিচে বলে কিছুটা মুভমেন্টও আসবে। সন্ধ্যায় টার্নও প্রত্যাশা করছেন তিনি।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা।

আজ বাংলাদেশকে জিততেই হবে

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হলে বাংলাদেশের আজ ছিটকে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হেরেছিল। ব্যাটিং ব্যর্থতার ম্যাচে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। ১৬৪ রানে অলআউট হওয়ার পর অনায়াসেই ম্যাচ জেতে লঙ্কানরা। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ছিল একই পরিণতি। বাংলাদেশ ১৯৩ রানে অলআউট হলে জবাবে পাকিস্তান ম্যাচ জিতে নেয় ৭ উইকেটের ব্যবধানে।

বিজনেস বাংলাদেশ/bh