০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

মাছরাঙা টিভিতে নতুন দুই ধারাবাহিক

১৭ সেপ্টেম্বর থেকে একসঙ্গে নতুন দু’টি ধারাবাহিক নাটক শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। যার মধ্যে ‘টাকা কোন ব্যাপারই না’ নাটকটি প্রচারিত হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮ টায়। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, নাদিয়া, মুকিত জাকারিয়া, ফারজানা ছবি, গোলাম কিবরিয়া তানভীর, নাদিয়া মীম, সাঈদ বাবু, নাজিরা মৌ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, তারিক স্বপন, টুটুল চৌধুরী, আনোয়ার প্রমুখ। গল্পে দেখা যাবে, গ্রামের ছেলে মজনু ও তার এক বন্ধু একদিন হঠাৎ এক বাক্স টাকা পেয়ে যায়। টাকা দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা তাদের। এত টাকা তারা কখনো চোখে দেখেনি। এই টাকা এখন তারা রাখবে কোথায় এ নিয়ে চিন্তায় পড়ে যায়। কোন উপায় না পেয়ে রাতের বেলা বাঁশ বাগানের ভেতর একটা গর্ত করে টাকাগুলো লুকিয়ে রাখে। বিষয়টা জেনে যায় তাদের গ্রামের মেয়ে ফারিয়া। সে তার ভাই ঢাকার কুখ্যাত ডন টুটুলকে জানিয়ে দেয়। এরপর শুরু হয় টাকা নিয়ে নতুন খেলা। নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটক। অন্য ধারাবাহিক ‘সরাসরি স¤প্রচার’ প্রচারিত হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮:৪০ মিনিটে। এটি রচনা করেছেন মোহাম্মদ তুহিন শেখ, পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। অভিনয় করেছেন মীর সাব্বির, ভাবনা, আরফান আহমেদ, ফারহানা মিলি, জামিল, জয়রাজ, সাদিয়া তানজিন, ডা: এজাজ, মিলি বাশার, অবিদ রেহান, মাহমুদুল ইসলাম মিঠু, নূরে আলম নয়ন, তারিক স্বপন, অলিউল হক রুমিসহ আরও অনেকে। গ্রামীন প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে উঠে আসবে সমাজের বিচিত্র সব মানুষের কথা। নানামুখী দ্ব›দ্ব, সংকটের চিত্র যেমন থাকবে তেমনি হাসি-আনন্দের গল্পও দেখা যাবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

মাছরাঙা টিভিতে নতুন দুই ধারাবাহিক

প্রকাশিত : ০৪:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

১৭ সেপ্টেম্বর থেকে একসঙ্গে নতুন দু’টি ধারাবাহিক নাটক শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। যার মধ্যে ‘টাকা কোন ব্যাপারই না’ নাটকটি প্রচারিত হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮ টায়। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, নাদিয়া, মুকিত জাকারিয়া, ফারজানা ছবি, গোলাম কিবরিয়া তানভীর, নাদিয়া মীম, সাঈদ বাবু, নাজিরা মৌ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, তারিক স্বপন, টুটুল চৌধুরী, আনোয়ার প্রমুখ। গল্পে দেখা যাবে, গ্রামের ছেলে মজনু ও তার এক বন্ধু একদিন হঠাৎ এক বাক্স টাকা পেয়ে যায়। টাকা দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা তাদের। এত টাকা তারা কখনো চোখে দেখেনি। এই টাকা এখন তারা রাখবে কোথায় এ নিয়ে চিন্তায় পড়ে যায়। কোন উপায় না পেয়ে রাতের বেলা বাঁশ বাগানের ভেতর একটা গর্ত করে টাকাগুলো লুকিয়ে রাখে। বিষয়টা জেনে যায় তাদের গ্রামের মেয়ে ফারিয়া। সে তার ভাই ঢাকার কুখ্যাত ডন টুটুলকে জানিয়ে দেয়। এরপর শুরু হয় টাকা নিয়ে নতুন খেলা। নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটক। অন্য ধারাবাহিক ‘সরাসরি স¤প্রচার’ প্রচারিত হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮:৪০ মিনিটে। এটি রচনা করেছেন মোহাম্মদ তুহিন শেখ, পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। অভিনয় করেছেন মীর সাব্বির, ভাবনা, আরফান আহমেদ, ফারহানা মিলি, জামিল, জয়রাজ, সাদিয়া তানজিন, ডা: এজাজ, মিলি বাশার, অবিদ রেহান, মাহমুদুল ইসলাম মিঠু, নূরে আলম নয়ন, তারিক স্বপন, অলিউল হক রুমিসহ আরও অনেকে। গ্রামীন প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে উঠে আসবে সমাজের বিচিত্র সব মানুষের কথা। নানামুখী দ্ব›দ্ব, সংকটের চিত্র যেমন থাকবে তেমনি হাসি-আনন্দের গল্পও দেখা যাবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ