একে একে গাঁটছড়া বাঁধলেন বিরাট-আনুশকা, সোনম-আনন্দ। একই পথে হাঁটছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, শিগগিরই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন তারা। এরই মধ্যে বলিউডে গুঞ্জন চলছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম নিয়ে।
গুঞ্জনের শুরু ‘ব্রহ্মস্ত্র’ সিনেমার শুটিংয়ের সময় থেকে। এরপর থেকে তাদের একসঙ্গে ডিনারে, সিনেমা হলে দেখা যেত প্রায়ই। এমনকি সোনম-আনন্দের বিয়েতেও তারা একসঙ্গেই গিয়েছিলেন। তবে কেউই তাদের প্রেম নিয়ে মুখ খুলছিলেন না। এ প্রসঙ্গে প্রথম কথা বলেছিলেন আলিয়াই। তিনি জানিয়েছিলেন, ‘আমি ঠিক জানি না রণবীর এসব গুজব শুনে কী ভাবছে? এ বিষয়ে ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি। এমনকি ও যে আমাকে পছন্দ করে, এ বিষয়েও ওর কাছ থেকে কিছু শুনিনি আমি। এ ধরনের কোনো অনুভূতিই আমাদের মধ্যে নেই।’
এবার মুখ খুললেন খোদ রণবীর। তিনি অবশ্য আলিয়ার থেকে ভিন্ন কথা বললেন, আর এতে সম্পর্কের সন্দেহ কিছুটা পাকাই হয়ে যায়। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণবীর বলেছেন, ‘এটা একেবারেই নতুন, তাই এখনই কিছু বলার নেই।’ এদিকে রণবীর-ক্যাটরিনার সম্পর্কে ঋষি-নীতুর আপত্তি থাকলেও, আলিয়ার ব্যাপারে নাকি তাদের সায় রয়েছে।


























