‘পঞ্চকবির কন্যা’খ্যাত ভারতের কলকাতার সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের সংগীত জীবনের দুই দশক পূর্তি উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা বসে কলকাতার আইসিসিআরের অবনীন্দ্রনাথ গ্যালারিতে। ২৯ মে, মঙ্গলবার অনুষ্ঠিত ওই মিলনমেলায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা। সেদিন নিজের নকশা করা পোশাক অনেককে উপহার দেন তিনি। এ নিয়ে ‘মুগ্ধতা’ প্রকাশ করেছেন উপহার পাওয়া ব্যক্তিরা। ফ্যাশন হাউস বিশ্বরঙের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন কলকাতার মিলনমেলায় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষসহ আমন্ত্রিত অতিথিরা।
ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানানো হয় শুরুতেই। সে সময় বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’-এর কর্ণধার বিপ্লব সাহার নকশা করা পাঞ্জাবি দিয়ে তাদের সম্মান জানানো হয়।
সৌমিত্র চট্টোপাধ্যায় ও গৌতম ঘোষের পাঞ্জাবি দুটি তাদেরই প্রতিকৃতি দিয়ে নকশা করেছেন বিপ্লব সাহা, সঙ্গে ছিল পঞ্চকবির গানের পঙ্ক্তিমালা।
পঞ্চকবির গানের পঙ্ক্তি দিয়ে পোশাকের নকশা করেন বিপ্লব সাহা, যা দেখে সেখানে উপস্থিত অনেকেই মুগ্ধ হন।
ফ্যাশন হাউস বিশ্বরঙের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কলকাতার অতিথিদের কাছে এটা নতুন হলেও বিপ্লব সাহা আগে থেকেই এ রকম নকশা করে বাংলাদেশের মানুষের কাছে বেশ পরিচিত।
এর আগে নায়ক রাজ রাজ্জাক, নায়ক ফারুক, পরিচালক আমজাদ হোসেন, সংগীতশিল্পী রুনা লায়লাসহ কিছু বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি দিয়ে তিনি শাড়ি ও পাঞ্জাবির নকশা করেছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিপ্লব সাহাকে উদ্ধৃত করে বলা হয়, ‘ডিজাইনার হিসেবে এটা আমার জন্য পরম পাওয়া। আমার নকশা করা পোশাক দিয়ে এত গুণী মানুষের সম্মান জানিয়েছেন তারা। এ আমার এবং আমার দেশের জন্যও গর্বের ব্যাপার। এ রকম ভালো কাজ করে যেতে চাই সবসময়।’ আনুষ্ঠানিকতা শেষে ঋদ্ধি গান গেয়ে শোনান।


























