০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ডেঙ্গু: প্রাণ গেল আরও ১৩ জনের

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে। আর এ সময়ের মধ্যে মোট ২ হাজার ৭৯৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আরও জানানো হয়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজধানী ঢাকার ৭ জন, ৬ জন ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৭৯৯ জনের মধ্যে ঢাকায় ৬৮২ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ১১৭ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ জনে।

বর্তমানে মোট ৯ হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৯৪০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ২৫৮ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ১ হাজার ৪৫৫ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ডেঙ্গু: প্রাণ গেল আরও ১৩ জনের

প্রকাশিত : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে। আর এ সময়ের মধ্যে মোট ২ হাজার ৭৯৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আরও জানানো হয়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজধানী ঢাকার ৭ জন, ৬ জন ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৭৯৯ জনের মধ্যে ঢাকায় ৬৮২ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ১১৭ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ জনে।

বর্তমানে মোট ৯ হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৯৪০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ২৫৮ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ১ হাজার ৪৫৫ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

বিজনেস বাংলাদেশ/bh