০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

অনেক মেয়ে পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে: পূজা

তরুণ নির্মাতা কামরুজ্জামান রোমান নির্মাণ করছেন ‘লিপস্টিক’। সিনেমাটিতে আদর আজাদের বিপরীতে অভিনয় করছেন পূজা চেরি। সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। গ্রাম থেকে আসা পূজা চেরিকে দেখা যাবে জায়েদ খানের ভক্ত হিসেবে।

সিনেমার গল্প প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা! সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এ ছবিতে বুচিও এমন।’

পূজা বলেন, সত্যি বলছি লিপস্টিক দারুণ একটি সিনেমা হবে। আমরা যারা সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত, তারা সবাই তৃপ্ত।

সিনেমাটির শুটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে। শুধু বুচির নায়িকা হওয়ার কয়েকটি দৃশ্যের শুটিং বাকি। এটি শেষ হলেই এই সিনেমার কাজ শেষ।’

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯

অনেক মেয়ে পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে: পূজা

প্রকাশিত : ১২:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

তরুণ নির্মাতা কামরুজ্জামান রোমান নির্মাণ করছেন ‘লিপস্টিক’। সিনেমাটিতে আদর আজাদের বিপরীতে অভিনয় করছেন পূজা চেরি। সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। গ্রাম থেকে আসা পূজা চেরিকে দেখা যাবে জায়েদ খানের ভক্ত হিসেবে।

সিনেমার গল্প প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা! সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এ ছবিতে বুচিও এমন।’

পূজা বলেন, সত্যি বলছি লিপস্টিক দারুণ একটি সিনেমা হবে। আমরা যারা সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত, তারা সবাই তৃপ্ত।

সিনেমাটির শুটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে। শুধু বুচির নায়িকা হওয়ার কয়েকটি দৃশ্যের শুটিং বাকি। এটি শেষ হলেই এই সিনেমার কাজ শেষ।’

বিজনেস বাংলাদেশ/একে