২০১২ সালে মুক্তি পাওয়া ‘অগ্নিপথ’ সিনেমার ‘চিকনি চামেলি’ গানে নেচে ঝড় তুলেছিলেন ক্যাটরিনা কাইফ। সিনেমার চেয়ে এই গানটি বেশি জনপ্রিয় হয়ে উঠেছি। টানা কয়েক বছর নানা অনুষ্ঠানে শোনা যেত এটি। এই গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। তবে এই গানটি গাওয়ার পর থেকে আর কোনো সিনেমা কোনো আইটেম নম্বর আর গাননি শ্রেয়া। কিন্তু কেন?
এবিষয়ে একবার নিজেই মুখ খুলেছিলেন শ্রেয়া। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শ্রেয়ার কথায়, ‘আমি আসলে এ ধরনের উত্তেজক ডান্স নম্বর গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমাদের দেশ ভীষণভাবে পুরনো ধ্যান-ধারণায় বিশ্বাসী, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আর সেক্ষেত্রে এই উত্তেজক আইটেম নম্বরগুলো আরও বেশি ইন্ধন যোগায়, বলা ভালো আগুনে ঘি ঢালে, নোংরা ইঙ্গিত করে। আমার বক্তব্য হল আমাদের মতো দেশে নারীদের সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করা হয় না। আর এই গান স্টেরিওটাইপ ধারণাগুলোতেই ইন্ধন যোগায়।’
শ্রেয়া আরও বলেন, ‘যখন সেই গানটি আমার কাছে এসেছিল, তখন গানের অন্তরাতে বেশ কিছু শব্দ ছিল, তা নিয়ে আমার সমস্যা ছিল। আমি নির্মাতাদের কিছু শব্দ পরিবর্তন করার জন্য অনুরোধ করেছিলাম। এরপরই আমি এটি গাইতে পেরেছিলাম। চিকনি চামেলির পরে, আমি আইটেম নম্বর গাওয়ার বহু প্রস্তাব পেয়েছি কিন্তু রাজি হইনি, আমি এগুলো গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করিনা।’
শ্রেয়ার কথায়, ‘যদি একজন নারী সেক্সি হন এবং কেউ তাকে ভোগবাসনা পূরণের জন্য ডাকেন তাতে কোনো সমস্যা নেই। তবে সবকিছুরই একটা সীমারেখা থাকা উচিত। কামুক গান গাইতে আমার কোনো সমস্যা নেই। তবে আমি যখন গান গাইছি তখন শব্দগুলো আমার আরামদায়ক হওয়া দরকার। যে শব্দগুলো গেয়ে আমি বিব্রত হই, তখন আমি গানটি অনুভব করতে না পারি, তাই এধরনের গান গাইতে পারি না।’
বিজনেস বাংলাদেশ/একে


























